গণেশ মূর্তিতে লুকিয়ে শতবর্ষের ইতিহাস রায়গঞ্জ, 11 জানুয়ারি: ইঁট কাঠ পাথরের আড়ালে ইতিহাস কথা বলে । কিন্তু সেই ইতিহাসকে সংরক্ষণ করা না-গেলে তা হারিয়ে যায় কালের গভীরে । তেমনই এক ইতিহাসের নির্দশন মাথা তুলে দাঁড়িয়ে আছে রায়গঞ্জে । দুটো পিলার আর একটা উঁচু ঢিবি রয়েছে ৷ পিলারগুলি যে বহু প্রাচীন আমলের তা দেখলেই বোঝা যায় । এই পিলারের গায়ে খোদাই করা রয়েছে গণেশ মূর্তি । এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পিলার দু'টিকে পুজো করেন । তাদের বিশ্বাস, এখানেই বিরাজ করছেন সিদ্ধিদাতা ৷
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 2 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবামহেশো এলাকার রয়েছে এই দুটো পিলার আর একটা উঁচু ঢিবি ৷ লোকমুখে শোনা যায়, প্রায় 600 বছরের পুরোনো এখানকার ইতিহাস । এক সময় রাজা গণেশ রাজত্ব করতেন এই স্থানে । সেই সময়কার স্থাপত্য এটি । গণেশ রাজার আমলেই কালাপাহাড়ের আক্রমণে ধ্বংস হয়ে যায় তাঁর প্রাসাদ । বর্তমানে যে পিলার গুলি দেখা যাচ্ছে সেটি তারই ধ্বংসাবশেষ । তবে এই নির্দশনটুকুও কালের নিয়মে নষ্টের মুখে ৷
ইতিহাসের নির্দশন রায়গঞ্জে যদিও ইতিহাসবিদদের মতে গণেশ নয়, এখানে প্রাসাদ ছিল রাজা মহেশের । তাও প্রায় 700 বছর আগের কথা । সুলতান হোসেন শাহর আমলে এই প্রাসাদে আক্রমণ হয় । রাজাকেও এখানেই হত্যা করা হয় । তাঁর নামানুসারেই একসময় এই পরগনার নাম ছিল মহেশ পরগনা । পরে এলাকাটির নাম হয় কসবা মহেশো । পুরোনো নথিপত্রে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানান ইতিহাসবিদরা ৷ গণেশ না মহেশ সেই বিতর্কে থাকলেও একযোগে জায়গাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন সকলে ৷ ইতিহাসকে সংরক্ষণ করলে তবেই তো সমাজের উন্নতি, মানুষের উন্নতি সম্ভব বলে জানান ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ ।
তিনি বলেন, "ঐতিহাসিক দিক থেকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ । এখানে রাজা মহেশের বাড়ি ছিল ৷ বাজারপোস নামে এক পির এসে তাঁকে আক্রমণ করে ৷ এরপর মহেশ রাজাকে মেরে ফেলে ওই বাড়ি দখল করে নেয় তারা । মহেশ রাজা বিষ্ণুর ভক্ত ছিলেন ৷ বিষ্ণু মূর্তিটিকে তিনি পুজো করতেন । ওই বিষ্ণু মূর্তিকে পরে রায়গঞ্জ শহরের খরমুজাঘাট এলাকায় নিয়ে আসা হয় । এখনও ওখানে বিভিন্ন শিলালিপি অবহেলায় পরে রয়েছে । খুব তাড়াতাড়ি ওই জায়গাটি সংরক্ষণ করে ওখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে ভালো হয় ৷ আমাদের জেলার মানুষে এতে উপকৃত হবেন ৷"
গণেশ মূর্তিতে লুকিয়ে শতবর্ষ পুরনো ইতিহাস আরও পড়ুন:
- নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
- বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
- মেদিনীপুরের ঐতিহাসিক ‘লালভবন’কে হেরিটেজ তকমার দাবি