পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানুষ নিজের ভোট নিজেই দেবে, আশ্বাস দেবশ্রীর - বিজেপি মহিলা মোর্চা

বাংলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজের ভোট নিজে দিতে পারেন, তার ব্যবস্থা করবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং সেই আশ্বাস দিয়েছেন ৷ কালিয়াগঞ্জের দলীয় কর্মসূচিতে এসে একথা বলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুউন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

wb_ndin_01_bjp_meeting_debashree_wb10021
মানুষ নিজের ভোট নিজেই দেবে, আশ্বাস দেবশ্রীর

By

Published : Feb 21, 2021, 4:29 PM IST

রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি: ‘‘মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন ৷ ভোট হবে কেন্দ্রীয় বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রকের তত্বাবধানে ৷’’ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দলীয় এক কর্মিসভায় যোগ দিয়ে এভাবেই বাংলার ভোটারদের আশ্বস্ত করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুউন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

শনিবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ উৎসব ভবনে উত্তর দিনাজপুর জেলা বিজেপির মহিলার মোর্চার কর্মি সম্মেলনে যোগ দেন দেবশ্রী ৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, জেলা মহিলার মোর্চার সভানেত্রী শিবাণী মজুমদার-সহ জেলা বিজেপির শীর্ষ নেতানেত্রীরা।

আরও পড়ুন:ইসলামপুরে বাইক র‍্যালির মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন বিজেপির

কর্মি সম্মেলন শুরুর আগে কালিয়াগঞ্জ শহরে মিছিল করেন মহিলা মোর্চার সদস্যরা। কয়েক হাজার মহিলা মোর্চা সদস্যের উপস্থিতিতে দেবশ্রী চৌধুরী বলেন, ‘‘2011 এবং 2016 সালের মতোই এ রাজ্যের বিধানসভার ভোট হবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্বাবধানে। মানুষ যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে নিজের ভোট নিজে দিতে পারেন, সে বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী নিজেই আশ্বস্ত করে গিয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যের শাসক দলের সন্ত্রাসে রক্তে ভিজেছিল বাংলার গ্রাম ৷ যা সারা বিশ্ব দেখেছে ৷ সেই বিষয়কে মাথায় রেখেই নির্বিঘ্নে বিধানসভা ভোট সম্পন্ন করতে তৎপর কেন্দ্রীয় সরকার ৷’’

ABOUT THE AUTHOR

...view details