রায়গঞ্জ, 8 জুলাই : লক্ষাধিক টাকার গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃত গাঁজা পাচারকারী যুবক নয়ন দাসকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তোলা হয় । এই পাচার কাণ্ডের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
বুধবার রাতে শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বেসরকারি বাসে তল্লাশি অভিযান চালিয়ে 23 কেজি গাঁজা উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ । কন্ডাক্টর ও চালককে জিজ্ঞাসাবাদ করে বাসের এক যাত্রী নয়ন দাসকে গ্রেফতার করে পুলিশ ।