পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে রবিবাসরীয় প্রচারে কংগ্রেস-তৃণমূল-বিজেপি - কংগ্রেস

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রবিবারে জোরকদমে প্রচারে নামলেন তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷ শহরের এক প্রান্তে প্রচার করলেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল ৷ তো আরেক প্রান্তে প্রচারে নামলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী ৷ আবার মধ্য রায়গঞ্জে প্রচার করলেন কংগ্রেসের মোহিত সেনগুপ্ত ৷

candidates-of-trinamool-bjp-and-congress-did-their-campaign-in-raiganj-assembly-on-sunday
রবিবারের রায়গঞ্জ বিধানসভায় প্রচারের ঝড় তৃণমূল-বিজেপি-কংগ্রেস প্রার্থীদের

By

Published : Apr 5, 2021, 12:05 PM IST

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 4 এপ্রিল : রবিবাসরীয় প্রচারে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তিন যুযুধান প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কানাইয়ালাল আগরওয়াল এবং মোহিত সেনগুপ্ত। কেউ শহরের উত্তরে, তো কেউ আবার দক্ষিণে ৷ আবার কেউ প্রচার করলেন রায়গঞ্জ শহরের কেন্দ্রস্থলে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা রবিবারের প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী এবং সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।


রবিবারের ছুটির দিনে সাধারণ মানুষকে বাড়িতেই পাওয়া যায়। আর সেই কারণে পাড়ায় পাড়ায়, অলিতে-গলিতে পায়ে হেঁটে ভোটের প্রচার করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তিন প্রার্থী। আগামী 22 এপ্রিল রায়গঞ্জ বিধানসভার ভোট । তাই জোরকদমে প্রচারে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রায়গঞ্জ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বীরনগর এবং দক্ষিণ বিরনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সাথে ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কল্পিতা মজুমদার।

প্রচারে কানাইয়ালাল আগরওয়াল
প্রচার বিজেপির কৃষ্ণ কল্যানী

আরও পড়ুন : সবুজসাথীর সাইকেলে প্রচার করণদিঘির তৃণমূল প্রার্থীর

পৌর এলাকারই 7 নম্বর ওয়ার্ডে প্রচারে ঝাঁপালেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তথা রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । প্রচারের ফাঁকে শক্তিনগর এলাকায় একটু বাচ্চাদের সাথে ক্রিকেটও খেললেন তিনি। এদিকে সকাল সাড়ে আটটা বাজতেই কর্মী সমর্তকদের নিয়ে রায়গঞ্জ শহরের কেন্দ্রস্থল বিধাননগরে প্রচার করলেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে জানালেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের জোট প্রার্থী ।

প্রচারে কংগ্রেসের মোহিত সেনগুপ্ত
রবিবারের রায়গঞ্জ বিধানসভায় প্রচারের ঝড় তৃণমূল-বিজেপি-কংগ্রেস প্রার্থীদের

ABOUT THE AUTHOR

...view details