রায়গঞ্জ, 10 নভেম্বর : কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন 25 নভেম্বর । আজ তাই সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত ছিল রাজনৈতিক দলগুলির প্রার্থীরা । বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় দুই নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে করেন তিনি । অন্যদিকে, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ বাজারে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিংহ । পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার কয়েকটি ওয়ার্ডেও আজ প্রচার করেন তিনি ।
কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থীদের রবিবাসরীয় প্রচার - কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থীদের প্রচার
কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে রবিবার প্রচার করল বাম-কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী । 25 নভেম্বর এই আসনে উপনির্বাচন ।
প্রচারের ছবি
তপনদেব বলেন, "দলের সমস্ত স্তরের নেতা-কর্মীরা উপনির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমেছেন । আমার সঙ্গে আসল লড়াই BJP-র । 2019-এর লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে দলের রেজাল্ট খারাপ হয়েছে । তবে বিধানসভা নির্বাচনে দলের ভালো ফল হবে বলে আমি আশাবাদী । জয় নিয়ে আমি নিশ্চিত ।"
ধীতশ্রী বলেন, "আমি কালিয়াগঞ্জের ঘরের মেয়ে । নিজের পাড়ার কাকিমা, জেঠিমা, ভাই, দাদাদের সঙ্গে দেখা করেছি । তাঁদের সঙ্গে কথা বলে প্রচার সারলাম । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।"