রায়গঞ্জ, 15 জুলাই:চন্দ্রযান-3 উৎক্ষেপণের সাফল্যে ভাগ থাকছে বাংলারও ৷ কারণ, চন্দ্রযান-3তে থাকা ক্যামেরার নকশা করেছেন বাংলার ছেলে অনুজ নন্দী ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছেলে অনুজ মিশন চন্দ্রযান-3 টিমের অন্যতম বলাই যায় । ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা অনুজ নন্দী । তাঁকে ঘিরে আপাতত উচ্ছাস এলাকায় ।
চন্দ্রযান-3 উৎক্ষেপণের পর সহ অনুজের বাড়িতে খুশির হাওয়া । ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত ও গর্বিত তাঁর মা শোভা নন্দী ৷ তিনি বলেন, "একমাস আগেই ইসলামপুরের বাড়িতে এসেছিল সে। বেঙ্গালুরু থেকে ফোনে সবটা জানিয়েছে । আমরা এখানে বসেই মোবাইল ফোনে চন্দ্রযান অভিযানের দৃশ্যের সাক্ষী থাকলাম ।"
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর হাই স্কুলে পড়াশোনা করেছেন অনুজ ৷ রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন তিনি । এরপরই আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ বেঙ্গালুরুর ইসরোতে গত আট বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী । তবে জন্ম-ভিটের টান ভোলেননি অনুজ ৷ তাই সময় পেলেই চলে আসেন পরিবারের কাছে ৷