পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Raiganj Teacher Case : শিক্ষিকার 12 লাখ টাকার বকেয়া বেতন মেটাবেন প্রধান শিক্ষক ! নির্দেশ হাইকোর্টের - শিক্ষিকার 13 মাসের বকেয়া বেতন মেটাবেন প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা

শিক্ষিকার বকেয়া 13 মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court on Raiganj Coronation High School Case) ৷ 13 মাসের বেতন বাবদ প্রায় 12 লক্ষ টাকা বকেয়া রয়েছে শিক্ষিকার । শিক্ষিকার নাম সংযুক্তা রায় ৷ ঘটনাটি রায়গঞ্জ করোনেশন মাল্টিপারপাস হাই স্কুলের ৷

Raiganj
Raiganj

By

Published : Mar 27, 2022, 10:15 PM IST

রায়গঞ্জ, 27 মার্চ : নিজেদের পকেট থেকে শিক্ষিকার বকেয়া 13 মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য রায়গঞ্জ করোনেশন মাল্টিপারপাস হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court on Raiganj Coronation High School Case) । এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংযুক্তা রায়কে 48 ঘণ্টার মধ্যে স্কুলে নিয়োগের নির্দেশ দিয়েছিল । নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই তাঁকে করোনেশন স্কুলে নিয়োগ করা হয় । এবার তাঁর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত ।

আরও পড়ুন :Purulia Murder : স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির, চাঞ্চল্য পুরুলিয়ায়

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের টুটিকাটা হার্মা আদিবাসী জুনিয়র গার্লস স্কুলে চাকরি করতেন রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায় । 2021 সালের 20 জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তাঁর নাম সুপারিশ করে । সেই মতো নিয়োগের অনুমতি দেন জেলা স্কুল পরিদর্শক । কিন্তু বাধ সাধেন করোনেশন স্কুলের (Coronation High School) প্রধান শিক্ষক কালীচরণ সাহা, তৎকালীন টিচার ইনচার্জ শুভাশিস বসাক ও পরবর্তী টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তী । তাঁদের বক্তব্য ছিল, ইতিমধ্যে এক জন শিক্ষক ওই বিষয়ে কর্মরত রয়েছেন আর কাউকে নেওয়া যাবে না ।

এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা সংযুক্তা রায় । এরপর আদালতে নিজেদের ভুল স্বীকার করেন শিক্ষকরা । জানা গিয়েছে, নিয়োগ না করায় 13 মাসের বেতন বাবদ প্রায় 12 লক্ষ টাকা বকেয়া রয়েছে ওই শিক্ষিকার । হাইকোর্ট সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জকে ৷

শিক্ষিকার 12 লাখ টাকার বকেয়া বেতন মেটাবেন প্রধান শিক্ষক !

আরও পড়ুন :Bride arrested for cheating 7 grooms: বাস্তবে ডলি কি ডোলি ! 7 বরকে ঠকিয়ে বিয়ের রাতেই টাকা-গয়না নিয়ে চম্পট কনের

এই শুনানিতে বিচারপতি করোনেশন স্কুলের প্রধান শিক্ষক (Head Master) এবং তৎকালীন টিচার ইনচার্জদের (teacher in-charges) বলেন, অবিলম্বে নিজেদের পকেট থেকে শিক্ষিকার বেতন মিটিয়ে দিতে হবে । আদালত প্রকারান্তরে জানিয়ে দিয়েছে, কারও ব্যক্তিগত ভুলের দায় কেন সরকার নেবে । শিক্ষিকার মোট বেতনের অর্থ ভাগাভাগি করে মেটানোর নির্দেশ দিয়েছে কোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details