পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Bay Problem: বাস বে'ই এখন যাবতীয় মাথাব্যথা ! ভাঙার দাবি ব্যবসায়ীদের - mohanbati raiganj news

রায়গঞ্জের মোহনবাটী এলাকায় বাস বে তৈরি করেছিল পৌরসভা ৷ রাস্তায় যানচলাচলে যাতে কোনও অসুবিধে না-হয় এবং মানুষের হাঁটাচলার সুবিধার্থে এই বাস বে নির্মিত হয়েছিল ৷ এতে সমস্যা আরও বেড়েছে বলে সরব হয়েছেন দোকানদার, বাসিন্দারা ৷

ETV Bharat
রায়গঞ্জ বাস বে

By

Published : May 31, 2023, 10:36 PM IST

রায়গঞ্জে বাস বে তৈরি হলেও মেটেনি যানজটের সমস্যা

রায়গঞ্জ, 31 মে: রাস্তাকে যানজটমুক্ত করতে বাস বে তৈরি করা হয়েছিল ৷ এদিকে সেটাই এখন রায়গঞ্জ শহরবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বাস বে কাজে আসেনি ৷ উলটে রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, টোটো ৷ উল্লেখ্য, রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে মোহনবাটী এলাকায় বাস বে তৈরি করা হয়েছিল ৷ পৌরসভা ঘটা করে সেই বাস বে উদ্বোধন করেছিল ৷ কিছুদিন এই বাসবে ব্যবহার করার পরে একের পর এক সমস্যা সামনে আসতে থাকে ৷ দোকানদারদের অভিযোগ, বর্তমানে এই বাসবে গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে ৷ রাস্তার মাঝে দু'টি ডিভাইডার দিয়ে বাস বে তৈরি করার জন্য উলটে রাস্তাটাই ছোট হয়ে গিয়েছে ৷

মোহনবাটী এলাকাটি বহু দিক দিয়ে রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জায়গা ৷ একদিকে মোহনবাটী বাজার, ফুলের বাজার, ফলের বাজার, একাধিক ব্যাংকের শাখা-সহ প্রয়োজনীয় দোকান সব এই মোহনবাটীতেই ৷ তাই এই এলাকায় জনসমাগম অনেক বেশি ৷ আবার বেশি সংখ্যায় মানুষ আসায় এখানে গাড়ি চলাচলের সংখ্যাও অন্য জায়গাগুলির তুলনায় বেশি ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, যে ভাবনাচিন্তায় পৌরসভা এই বাসবে তৈরি করেছিল, তা এখন লাটে উঠেছে ৷ এই অঞ্চলে যাঁরা আসেন, তাঁরা বাস বে'তে মোটরবাইক, চার চাকা গাড়ি রেখে বাজার করতে যান ৷ বাসবের জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে ৷ গাড়ি চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে ৷ প্রায়শ মোহনবাটীতে যানজটের সৃষ্টি হচ্ছে ৷

এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মোহনবাটীর বাসবে সংলগ্ন দোকানদাররা ৷ ব্যবসায়ীদের দাবি, এই বাসবে ভেঙে রাস্তা সম্প্রসারণ হলে শহর যানজট মুক্ত হবে ৷ তাঁদের দোকানের সামনেও মানুষ গাড়ি রেখে চলে যাচ্ছে ৷ ব্যবসায়ীদের এই দাবির সঙ্গে সহমত রায়গঞ্জের বাসিন্দারাও ৷

পৌরকর্তৃপক্ষ এখনই এই বাসবে ভেঙে ফেলতে চাইছে না ৷ রায়গঞ্জ পৌরসভার উপ-প্রশাসক অরিন্দম সরকার জানিয়েছেন, শহরকে যানজট মুক্ত রাখতে এই বাস বে তৈরি করা হয়েছিল ৷ এই বাসবে কখনওই পার্কিংয়ের জায়গা নয় ৷ বাসবেতে যাঁরা গাড়ি পার্কিং করবেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে মোটর ভেহিকেলস আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হবে ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেকার্স লেন, কলকাতার ধাঁচেই এবার রাস্তা জুড়ে 'স্ট্রিট ফুড'

ABOUT THE AUTHOR

...view details