রায়গঞ্জ, 31 মে: রাস্তাকে যানজটমুক্ত করতে বাস বে তৈরি করা হয়েছিল ৷ এদিকে সেটাই এখন রায়গঞ্জ শহরবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বাস বে কাজে আসেনি ৷ উলটে রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, টোটো ৷ উল্লেখ্য, রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে মোহনবাটী এলাকায় বাস বে তৈরি করা হয়েছিল ৷ পৌরসভা ঘটা করে সেই বাস বে উদ্বোধন করেছিল ৷ কিছুদিন এই বাসবে ব্যবহার করার পরে একের পর এক সমস্যা সামনে আসতে থাকে ৷ দোকানদারদের অভিযোগ, বর্তমানে এই বাসবে গাড়ি পার্কিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে ৷ রাস্তার মাঝে দু'টি ডিভাইডার দিয়ে বাস বে তৈরি করার জন্য উলটে রাস্তাটাই ছোট হয়ে গিয়েছে ৷
মোহনবাটী এলাকাটি বহু দিক দিয়ে রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জায়গা ৷ একদিকে মোহনবাটী বাজার, ফুলের বাজার, ফলের বাজার, একাধিক ব্যাংকের শাখা-সহ প্রয়োজনীয় দোকান সব এই মোহনবাটীতেই ৷ তাই এই এলাকায় জনসমাগম অনেক বেশি ৷ আবার বেশি সংখ্যায় মানুষ আসায় এখানে গাড়ি চলাচলের সংখ্যাও অন্য জায়গাগুলির তুলনায় বেশি ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, যে ভাবনাচিন্তায় পৌরসভা এই বাসবে তৈরি করেছিল, তা এখন লাটে উঠেছে ৷ এই অঞ্চলে যাঁরা আসেন, তাঁরা বাস বে'তে মোটরবাইক, চার চাকা গাড়ি রেখে বাজার করতে যান ৷ বাসবের জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে ৷ গাড়ি চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে ৷ প্রায়শ মোহনবাটীতে যানজটের সৃষ্টি হচ্ছে ৷