রায়গঞ্জ, 2 মার্চ : রায়গঞ্জ শহরের সাত কিলোমিটার দূরে গ্রাম্য এলাকা দিয়ে তৈরি হতে চলেছে নতুন 4 লেনের 34 নম্বর জাতীয় সড়ক । ফলে, সমস্যায় পড়তে চলেছেন 34 নম্বর জাতীয় সড়কের দু'ধারের যানবাহন মেরামত ও নির্মাণ শ্রমিক সহ গ্যারেজ ব্যবসায়ীরা। কারণ, কলকাতা থেকে শিলিগুড়িগামী দূরপাল্লার বাস থেকে লরি সবই নতুন চার লেনের বাইপাস দিয়ে চলাচল করবে । কোনও গাড়িই আর রায়গঞ্জ শহরে ঢুকবে না । ফলে, তাঁদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । বিকল্প কর্মসংস্থান বা রুজিরুটির ব্যবস্থার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রায়গঞ্জের গ্যারেজ মালিক ব্যবসায়ী সংগঠন ।
রায়গঞ্জ শহরের কসবা মোড় থেকে উকিলপাড়া, শিল্পীনগর, নেতাজিপল্লি, অশোকপল্লি, শিলিগুড়ি মোড় হয়ে সোহারই বারোদুয়ারি এলাকার উপর দিয়ে চলে গিয়েছে কলকাতা-শিলিগুড়ি 34 নম্বর জাতীয় সড়ক। বছরখানেক আগেই শুরু হয়েছে জাতীয় সড়ক বাইপাস নির্মাণের কাজ ৷ পাশাপাশি রায়গঞ্জ শহরের কুলিক নদীর ধারে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে এশিয়ার বৃহত্তম কুলিক পক্ষীনিবাস। এই কুলিক পক্ষীনিবাসকে বাঁচাতেই রায়গঞ্জ শহরের 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসকে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন:পুরানো মামলায় জামিন নিলেন সায়ন্তন বসু
রায়গঞ্জ শহর থেকে সাত কিলোমিটার দূরে রূপাহার থেকে বাইপাস, চাপদুয়ার ও বাহিন সহ বিভিন্ন গ্রাম্য এলাকা হয়ে পানিশালায় উঠেছে । এর ফলে 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা কয়েক হাজার লরি-বাস সহ যানবাহন মেরামতের গ্যারেজগুলির কাজ বন্ধ হয়ে যাবে। বাইপাস নির্মাণ শেষ হলেই কলকাতা-শিলিগুড়িগামী দূরপাল্লার লরি, বাস সহ সমস্ত যানবাহন চার লেনের বাইপাস দিয়েই যাতায়াত করবে ৷ বন্ধ হয়ে যাবে রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা গ্যারেজ ব্যাবসা। কর্মহীন হয়ে পড়বেন হাজার হাজার শ্রমিক। রুজি রুটির আশঙ্কায় দিন গুনছেন গাড়ি মেরামতের সঙ্গে যুক্ত হাজার হাজার মিস্ত্রি ও শ্রমিক।
রায়গঞ্জের গ্যারেজ ব্যবসায়ী সমিতি তথা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তিমির মজুমদারের বক্তব্য আরও পড়ুন :সারদাকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে কুণাল
রায়গঞ্জের গ্যারেজ ব্যবসায়ী সমিতি তথা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিমির মজুমদার জানিয়েছেন, "34 নম্বর জাতীয় সড়কের বাইপাস নির্মাণের জন্য শহরের উপর দিয়ে চার লেনের 34 নম্বর জাতীয় সড়কের দাবি জানিয়েছিলাম আমরা। কিন্তু প্রশাসন কুলিক পক্ষীনিবাস বাঁচানোর জন্য এই বাইপাস রূপাহার থেকে গ্রামাঞ্চল এলাকার উপর দিয়ে তৈরি করছে । এর ফলে রায়গঞ্জ শহরে থাকা বহু গ্যারেজ ব্যবসায়ী ও শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। "