রায়গঞ্জ, 6 মে : সরকারি গণপরিবহন ব্যবস্থা বন্ধ না করলেও 50 শতাংশ বাস পরিষেবা দেওয়ার নির্দেশিকা নবান্নের । কিন্তু লকডাউনের ফলে যাত্রী না মেলায় রাস্তায় সরকারি নির্দেশিকার আগে থেকেই মাত্র 20 শতাংশ বেসরকারি বাস চলছে উত্তর দিনাজপুর জেলাতে । চরম ক্ষতির মুখে পড়ে এবার রাস্তায় বাস নামানো বন্ধ করে দিতে চাইছেন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন ।
দোকানপাট সব বন্ধ থাকলে গ্রামগঞ্জ থেকে মানুষই তো আসবে না আর শহরগুলোতে মানুষ না এলে বেসরকারি বাস চলবে কিভাবে । আর এভাবে রাস্তায় বাস নামালে প্রতিটি বাস মালিকের কমপক্ষে দেড়-দুহাজার টাকা করে ক্ষতি হবে । কোনও বাস মালিকই ক্ষতি স্বীকার করে বাস চালাতে রাজি নয় । ফলে এখনও রাস্তায় যে 20 শতাংশ বাস চলছে তাও বন্ধ হবে শীঘ্রই । এভাবে চলতে থাকলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক ।
বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ 50 শতাংশ বেসরকারি বাস পরিষেবা দেওয়ার । সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বাজার হাট দোকানপাট খোলা থাকবে । এর পাশাপাশি শপিংমল, সিনেমাহল, বার, রেস্তোরাঁ, স্পা, জিম বন্ধ থাকবে পুরোপুরি । রাস্তায় লোক চলাচল ও ভীড় এড়াতেও ব্যাবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ।
আরও পড়ুন : করোনার উপসর্গ থাকলেই ভর্তি, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
এই আংশিক লকডাউনের ফলে শহরগুলিতে আসতে চাইছেন না গ্রামগঞ্জের মানুষ । উত্তর দিনাজপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের আগেই উত্তর দিনাজপুর জেলায় এখন রাস্তায় 20 শতাংশ বেসরকারি বাস চলাচল করছে । যাত্রী না পাওয়া গেলে ক্ষতির মুখে পড়ে বন্ধ হয়ে যাবে তাঁদের বাস পরিষেবা । এবং প্রতিদিন দেড়-দুহাজার টাকা ক্ষতির মুখে রাস্তায় বাস নামাবেন না বাসমালিকরা ।