পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়া বাড়ালেই চলবে বাস : উত্তর দিনাজপুরের বাসমালিক সংগঠন

একদিকে যাত্রী নেই তার মধ্যে আবার টোল ট্যাক্স এইরকম চলতে থাকলে বাস চলাচল করানো যাবে না বলে জানালেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাবন প্রামাণিক ৷

nadia
যাত্রীবিহীন উপরন্তু টোল ট্যাক্সের ঝামেলা ,বাস চালাতে নারাজ মালিকরা

By

Published : Jun 10, 2020, 11:07 AM IST

রায়গঞ্জ, 10 জুন : আনলকের প্রথম দফায় স্বাভাবিক হতে শুরু করছে যাত্রী পরিবহন ব্যবস্থা ৷ সরকারি নির্দেশ মেনে চলতি মাসের 5 তারিখ থেকে জেলায় বাস চলাচল শুরু করেন বাস মালিকেরা। গুটিকয়েক যাত্রী নিয়ে চলছে বাস-ট্রাম ৷ তারউপর রয়েছে টোল ট্যাক্সের ঝামেলা ৷ এই রকম চলতে থাকলে বাস চলাচল করা যাবে না বলে জানালেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাবন প্রামাণিক।

সরকারি নির্দেশ মেনে চলতি মাসের 5 তারিখ থেকে জেলায় বাস চলাচল শুরু করেন বাস মালিকেরা। কিন্তু বাস চালাতে গিয়ে চরম ক্ষতি মুখে পরতে হচ্ছে বাস মালিকদের। তারা বাস চালছেন রায়গঞ্জ থেকে বালুরঘাট, মালদা, শিলিগুড়ি সহ এইসব রুটে বাস। দিনের শেষ দেখা যাচ্ছে প্রতিটি গাড়িকে প্রায় 2500-3000 হাজার টাকার মত ক্ষতির মুখে পড়তে হচ্ছে । বাস মালিকেরা হিসাব দিয়ে জানান , রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে 6000 হাজার টাকার তেল, টোল টেক্স 900 টাকা, চেন ফ্রি 300 টাকা ও তিনজন কর্মীর বেতন 1500 টাকা করে খরচ হচ্ছে । আর দিন গেলে শিলিগুড়ি রুট থেকে 4500-5000 টাকা রোজগার হচ্ছে। এতে করে শিলিগুড়ি রুটে বাস চালাতে গিয়ে 3700-4200 টাকা ক্ষতি হচ্ছে। আবার রায়গঞ্জ থেকে মালদা রুটের হিসাব বলছে 5000 টাকার তেল, টোল ট্যাক্স 680 টাকা, চেন ফ্রি 300 টাকা ও তিনজন কর্মীর বেতন 1500 টাকা খরচ হচ্ছে । দিনের শেষ বাস কর্মীরা যখন মালিকে টাকা দিচ্ছে 5000-5500 হাজার টাকা। এতে করে মালদা রুটে বাস চালাতে গিয়ে 1980-2480 টাকা ক্ষতি হচ্ছে। আবার রায়গঞ্জ থেকে বালুরঘাট যেতে তেল লাগছে 4000 হাজার টাকা, চেন ফ্রি 300 টাকা ও তিনজন কর্মীর বেতন 1500 টাকা খবর হচ্ছে এই রুটে বাস চালাতে। বালুরঘাট থেকে দিনের শেষ মালিকের হাতে 5000 টাকা তুলে দিচ্ছেন কর্মীরা। তাতে করে এই রুটেও বাস চালাতে প্রায় 800 টাকার মতো ক্ষতির মুখে পরতে হচ্ছে বাস মালিকদের। এইভাবে চলতে থাকলে আগামীতে বাস চালানো যাবে বলে জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাবন প্রামাণিক। তিনি আরও বলেন, "ডালখোলা জ্যামের জন্য শিলিগুড়ি রুটে বাস চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল রুটে বাস চালাতে গিয়েও ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।"

বাসমালিকদের এই সিদ্ধান্ত জেলা শাসক এবং RTO-কে মেলের মাধ্যমে জানান। পাশাপাশি দাবি করেন, ভাড়া না বাড়লে তাঁদের পক্ষে এইভাবে গাড়ি চালানো যাবে না।

ABOUT THE AUTHOR

...view details