রায়গঞ্জ, 28 জুন : দীর্ঘ 45 দিন ধরে কার্যত লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে বেসরকারি বাস-মিনিবাস চলাচল ৷ কর্মহীন হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কয়েকশো বাসকর্মী । এই বাসকর্মীদের হাতে এককালীন খাদ্যসামগ্রী তুলে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রবিবার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মালিক সংগঠনের অফিস থেকে বেসরকারি বাস ও মিনিবাসের চালক, কন্ডাক্টর আর তাঁদের সহযোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বাস মালিকেরা । এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক, সুশান্ত বিশ্বাস-সহ জেলার বাস মালিকেরা । বাস মালিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউন চলছে রাজ্যজুড়ে ৷ দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা । সারা রাজ্যে কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাসকর্মীরা । রোজগার বন্ধ হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকেরাও । তবু বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে তাঁদের বাসে কর্মরত চালক, কন্ডাক্টর ও বাসকর্মীদের দুর্দশায় এককালীন খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সয়াবিন, সরষের তেল, লবণ দেওয়া হল । মালিকদের কাছ থেকে এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বভাবতই আনন্দিত রোজগারহীন বাসকর্মীরা ।