রায়গঞ্জ, 11 অক্টোবর : করোনা আবহে কমেছে যাত্রীর সংখ্যা ৷ তার উপর অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটলেও সরকার বাসভাড়া বাড়াচ্ছে না ৷ ফলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাস্তায় বেসরকারি বাস চলাচল প্রায় বন্ধ হওয়ার মুখে ৷ এই অবস্থায় শারদোৎসবে জেলার পুজো কমিটিগুলোকে কোনও চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ কারণ, তাঁদের পক্ষে চাঁদার টাকা জোগাড় করাই সম্ভব নয় ৷
আরও পড়ুন :বাসভাড়া বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে মৌন বিক্ষোভ চালকদের
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাই নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিংয়ের বাস মালিকরাও পুজোয় চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এ নিয়ে পুজো কমিটিগুলিও তাঁদের সঙ্গে কোনও বিবাদে যায়নি বলেই জানিয়েছেন প্লাবন ৷ বরং তাঁর দাবি, পুজো কমিটির সদস্যরা বাস মালিকদের অসহায়তাকে সহানুভূতির সঙ্গেই দেখছেন ৷