পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুপ্রবেশের চেষ্টা, বারোঘরিয়ায় BSF-র গুলিতে মৃত বাংলাদেশি - অবৈধভাবে অনুপ্রবেশ উত্তর দিনাজপুরের বারোঘরিয়ায় মৃত্যু এক বাংলাদেশির

কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে BSF-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বারোঘরিয়ায় ১৭১ নম্বর BSF-এর সীমান্ত চৌকি এলাকার ৷ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর পুলিশের হাতে তুলে দিয়েছেন । শুরু হয়েছে তদন্ত ৷

uttar dinajpur
বারোঘরিয়ায় BSF এর গুলিতে মৃত্যু এক বাংলাদেশির

By

Published : Jan 12, 2020, 6:01 PM IST

Updated : Jan 12, 2020, 7:22 PM IST

রায়গঞ্জ, ১২ জানুয়ারি : অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করায় BSF-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হল। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বারোঘরিয়ায় ১৭১ নম্বর BSF এর সীমান্ত চৌকি এলাকার ৷ মৃত ব্যক্তির নাম মহম্মদ সাহাবুল (32)। সে বাংলাদেশের হরিনমাড়ি গ্রামের বাসিন্দা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর পুলিশের হাতে তুলে দিয়েছেন । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ইসলামপুর পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশ দিক থেকে ১০-১২ জনের একটি দল বারোঘরিয়ার গ্রামে কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে। ১৭১ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দিলে বাংলাদেশিরা BSF কে আক্রমণ করে বলে অভিযোগ। সীমান্তরক্ষীরা গুলি চালালে সাহাবুলের মৃত্যু হয় বলে জানা গেছে । এই ঘটনার পর বাকি বাংলাদেশিরা সেখান থেকে চম্পট দেয়। BSF মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে কী বলেন গাড়ির চালক ? দেখুন ভিডিয়োয়...
Last Updated : Jan 12, 2020, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details