পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা BSF জওয়ানের

নিজের সার্ভিস রাইফেল থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা BSF জওয়ানের ৷ কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ এবং BSF

BSF জওয়ান

By

Published : Jul 31, 2019, 4:52 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই : কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে বুকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা BSF জওয়ানের ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্ত চৌকির ঘটনা ৷

প্রেম সিং, BSF-এর 171 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ৷ আজ তাঁর ডিউটি ছিল পাঞ্জিপাড়া সীমান্ত চৌকিতে ৷ ডিউটি চলাকালীন তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্ত অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করলেন তিনি তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ এবং BSF ৷

ABOUT THE AUTHOR

...view details