পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF Jawan Suicide In Raiganj: নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন বিএসএফ জওয়ান ৷ নাম নিশীথকুমার দেহারী (BSF Jawan Suicide In Raiganj)। বয়স 32 বছর। বিএসএফ-এর 175 নম্বর ব্যাটেলিয়নে তিনি কর্মরত ছিলেন।

BSF Jawan Suicide In Raiganj
BSF Jawan Suicide In Raiganj

By

Published : Jan 30, 2022, 9:32 PM IST

রায়গঞ্জ, 30 জানুয়ারি: বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলায়। ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ধুকুরঝারি সীমান্ত চৌকি এলাকায়। মৃত বিএসএফ জওয়ানের নাম নিশীথকুমার দেহারী (BSF Jawan Suicide In Raiganj)। তাঁর বয়স 32 বছর।

ছত্তিশগড়ের বাসিন্দা বিএসএফ-এর 175 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান নিশীথকুমার দেহারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলায় অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ছিলেন নিশীথ। রবিবার ভোররাতে গুলির শব্দ শুনতে পান অন্যান্য বিএসএফ জওয়ানরা। তাঁরা ছুটে গিয়ে দেখতে পান বর্ডারে জওয়ানের মৃতদেহ পড়ে রয়েছে।

আরও পড়ুন: হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত

বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর দেওয়া হয় 175 নম্বর সীমান্ত চৌকির অফিসে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। তবে কী কারণে এই জওয়ান আত্মহত্যা করল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ-এর আধিকারিকরা। আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কারণ না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details