পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রাউন সুগারের প্য়াকেটসহ লক্ষাধিক টাকা উদ্ধার রায়গঞ্জে - রায়গঞ্জ

রায়গঞ্জের কাউন্সিলর তৎপরতায় কুলিক নদীবাঁধের ধার থেকে উদ্ধার ব্রাউনসুগার সহ লক্ষাধিক টাকা । ধৃত মা ও মেয়ে ।

narcotic_arrest
উদ্ধার ব্রাউনসুগার সহ লক্ষাধিক টাকা

By

Published : Feb 21, 2020, 6:43 PM IST

রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি: স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় এলাকা থেকে উদ্ধার ব্রাউন সুগারের প্য়াকেটসহ লক্ষাধিক নগদ টাকা । ঘটনায় আটক এক মহিলা ও তার মেয়ে । ধৃতের নাম পিঙ্কি সরকার ওরফে দুখিনী (মা) এবং উমা দাস (মেয়ে) । রায়গঞ্জের শক্তিনগর এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই দুই মহিলার বাড়ি ভাঙচুর চালায় ।

শিবরাত্রি উপলক্ষে আজ কুলিক নদীবাঁধের ধারে শিব পুজো দেখতে যান স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়ে দেখেন মন্দির সংলগ্ন এক বাড়িতে কয়েকজন যুবক বারবার এসে কিছু একটা নিয়ে যাচ্ছে । বরুণ বাবু ওই বাড়িতে যেতেই যুবকরা পালিয়ে যায় । তারপর পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থান থেকে ব্রাউন সুগারের পুরিয়া উদ্ধার করে । দুই মহিলাকে আটক করে ।

দীর্ঘদিন ধরে রায়গঞ্জের একাধিক জায়গায় হেরোইন-ব্রাউন সুগারের গোপনে অবৈধ ব্যবসা চলছিল । শক্তিনগর এলাকার কুলিক নদীর ধারে কিছু মহিলা নিষিদ্ধ ড্রাগের ব্যবসা চালায় বলে দাবি করেন বরুণবাবু । এর আগে রায়গঞ্জ থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছিলেন তিনি । পুলিশ তল্লাশি চালিয়েও কাউকে ধরতে পারেনি ।

নিষিদ্ধ ড্রাগের ব্যবসা বন্ধের প্রসঙ্গে বরুণ বন্দ্যোপাধ্যায় জানান, "শহর থেকে অবৈধ নেশার দ্রব্য বিক্রি বন্ধে পুলিশ প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে । দোষীরা যাতে কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা নিতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details