রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর:একেবারে ছোট্টবেলা থেকেই কাদামাটি দিয়ে দেবদেবীর ছোট ছোট মূর্তি তৈরি করে বাড়িতে পুজো করার অভ্যেস গড়ে উঠেছিল রায়গঞ্জের মিলনপাড়া এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিকের (Boy Makes Durga Idol)। পরে ইউটিউব দেখে সে শুরু করে দুর্গা প্রতিমা বানানো । বাড়ির পাশেই ক্লাবে হয় তার তৈরি দুর্গা প্রতিমার পুজো (Durga Puja 2022)। ভবিষ্যতে এই শিল্পসত্ত্বাকেই ধরে রেখে আরও এগোতে চায় পুরন্ধর (Uttar Dinajpur news)।
মিলনপাড়ার বাসিন্দা রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিকের তৈরি দুর্গা আকারে অনেকটাই ছোট । প্রতিমা গড়ার হাতেখড়ি একদম খুদে বয়সে । কিছুটা বড় হতেই প্রতিবছর সপরিবারে দুর্গাপ্রতিমা গড়ে আসছে ছোট্ট পুরন্ধর । বিধি মেনে সেই দেবীপ্রতিমার পুজোর আয়োজন করা হয়ে থাকে পাড়ায় ।
ইউটিউবের ভিডিয়ো দেখে প্রতিমা নির্মাণ শুরু করে সে । প্রথমে ছোট ছোট পুতুল ও অন্যান্য মূর্তি গড়ার পর দুর্গাপ্রতিমা গড়ার সাধ হয় পুরন্ধরের । এরপরই খুদে হাতে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা নির্মাণ । পুরন্ধরের দাদু ও ঠাম্মা তার এই আগ্রহ দেখে সবসময় তাকে উৎসাহ জুগিয়েছেন ৷