পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boy Makes Durga Idol: সখ কাদামাটির পুতুল বানানো, এবার দুর্গা প্রতিমাই বানিয়ে ফেলল ছোট্ট পুরন্ধর - উত্তর দিনাজপুরের খবর

ছোট থেকেই সখ কাদামাটির পুতুল বানানো (Boy Makes Durga Idol)৷ এ বার আস্ত একটা দুর্গা প্রতিমাই বানিয়ে ফেলল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিক (Durga Puja 2022)৷

Boy makes Durga idol for his local Puja Pandal
সখ কাদামাটির পুতুল বানানো, এবার দুর্গা প্রতিমাই বানিয়ে ফেলল ছোট্ট পুরন্ধর

By

Published : Sep 26, 2022, 10:20 PM IST

রায়গঞ্জ, 26 সেপ্টেম্বর:একেবারে ছোট্টবেলা থেকেই কাদামাটি দিয়ে দেবদেবীর ছোট ছোট মূর্তি তৈরি করে বাড়িতে পুজো করার অভ্যেস গড়ে উঠেছিল রায়গঞ্জের মিলনপাড়া এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিকের (Boy Makes Durga Idol)। পরে ইউটিউব দেখে সে শুরু করে দুর্গা প্রতিমা বানানো । বাড়ির পাশেই ক্লাবে হয় তার তৈরি দুর্গা প্রতিমার পুজো (Durga Puja 2022)। ভবিষ্যতে এই শিল্পসত্ত্বাকেই ধরে রেখে আরও এগোতে চায় পুরন্ধর (Uttar Dinajpur news)।

মিলনপাড়ার বাসিন্দা রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিকের তৈরি দুর্গা আকারে অনেকটাই ছোট । প্রতিমা গড়ার হাতেখড়ি একদম খুদে বয়সে । কিছুটা বড় হতেই প্রতিবছর সপরিবারে দুর্গাপ্রতিমা গড়ে আসছে ছোট্ট পুরন্ধর । বিধি মেনে সেই দেবীপ্রতিমার পুজোর আয়োজন করা হয়ে থাকে পাড়ায় ।

দুর্গা প্রতিমা বানিয়ে ফেলল ছোট্ট পুরন্ধর

ইউটিউবের ভিডিয়ো দেখে প্রতিমা নির্মাণ শুরু করে সে । প্রথমে ছোট ছোট পুতুল ও অন্যান্য মূর্তি গড়ার পর দুর্গাপ্রতিমা গড়ার সাধ হয় পুরন্ধরের । এরপরই খুদে হাতে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা নির্মাণ । পুরন্ধরের দাদু ও ঠাম্মা তার এই আগ্রহ দেখে সবসময় তাকে উৎসাহ জুগিয়েছেন ৷

আরও পড়ুন:কাঁচের দুর্গাই হবে সমাজের অবক্ষয়ের আয়না, স্বচ্ছতার খোঁজে দাঁতনের শিল্পী

পঞ্চম শ্রেণিতে থাকাকালীন প্রথমবার বড় আকারের প্রতিমা গড়ে পুরন্ধর । এ বছরও দুর্গা প্রতিমা গড়েছে সে । পুজো হবে বাড়ির পাশের মিলন-সূর্য ক্লাবের পুজো মণ্ডপে । তার এই সৃষ্টিশীলতায় ছোটবেলা থেকেই সে পাশে পেয়েছে তার গোটা পরিবারকে । পুরন্ধরের বাবা পার্থ মল্লিক পানের দোকান চালান । তাই অর্থ দিয়ে খুব-একটা সাহায্য করতে পারেননি ছেলেকে ৷ স্কুলের টিফিন খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়েই ছোট্ট শিল্পী তার প্রতিমা তৈরির উপকরণের জোগান দিত ।

দুর্গা প্রতিমাই বানিয়ে ফেলল ছোট্ট পুরন্ধর

পুরন্ধরের ঠাকুমা শিখা মল্লিক জানিয়েছেন, খুব ছোট থেকেই ওর মধ্যে একটা শিল্পীর প্রতিভা লক্ষ্য করা যায় । সহজেই কাগজ বা মাটি দিয়ে বানিয়ে ফেলত কোনও পুতুল বা মূর্তি । পুরন্ধরকে নিয়ে গর্বিত তার পাড়া-প্রতিবেশীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details