পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Bombing: বোর্ড গঠনের আগেই গ্রাম পঞ্চায়েত দফতরে বোমাবাজি, উত্তপ্ত কালিয়াগঞ্জ - পঞ্চায়েতের বোর্ড গঠন

Bombing in Kaliaganj before Panchayat board formation: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত দফতর এলাকা ৷

Kaliaganj Bombing
বোমাবাজিতে উত্তপ্ত কালিয়াগঞ্জ

By

Published : Aug 9, 2023, 3:42 PM IST

বোমাবাজিতে উত্তপ্ত কালিয়াগঞ্জ

রায়গঞ্জ, 9 অগস্ট:পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত দফতর এলাকা ৷ চলল বোমাবাজি, ভাঙচুর ৷ এই ঘটনায় একে-অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে বিজেপি ও তৃণমূল ৷

বুধবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর, মোস্তাফানগর ও ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন স্থির করেছিল জেলা প্রশাসন । সেই মতো এ দিন নির্ধারিত সময়ে বোর্ড গঠনের তোড়জোড় শুরু হয় ব্লক প্রশাসনের তরফে ৷ কিন্তু আচমকাই মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত দফতরে বাইরে শুরু হয় বোমাবাজি ৷ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । ভেঙে যায় দফতরের জানলার কাঁচ ।

বিজেপির অভিযোগ, বোর্ড গঠনে বাধা দিতেই তৃণমূলের এই গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে ৷ গ্রাম পঞ্চায়েত দফতরে পেট্রল বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন ৷

আরও পড়ুন:তৃণমূল পার্টি অফিসে বোমা, অভিযুক্ত জয়ী নির্দল প্রার্থী

জানা গিয়েছে, আট নম্বর মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি ৷ ম্যাজিক ফিগার 16 । তার মধ্যে তৃণমূল জয়ী হয় 13টি আসনে । বিজেপি পেয়েছে আটটি, কংগ্রেস 3টি, সিপিএম 2টি ও নির্দল জয়লাভ করেছে চারটি আসনে । 2018 সালে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করলেও 2023 সালের নির্বাচনের ফলাফলে এই পঞ্চায়েত ত্রিশঙ্কু হয় ।

এ দিন পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ধার্য করেছিল ব্লক প্রশাসন ৷ কিন্তু বোর্ড গঠন শুরুর মুহূর্তে পঞ্চায়েত দফতরে বোমাবাজি চালায় একদল দুষ্কৃতী ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ৷ যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পালটা অভিযোগ, তৃণমূলের প্রতীকে 16 জন জয়লাভ করলেও, তাঁদের মধ্য়ে থেকে 2 জনকে ভাঙিয়ে নিয়ে গিয়েছে বিজেপি ৷

ABOUT THE AUTHOR

...view details