পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার বোমা - শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার বোমা

শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার বোমা ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকার  ঘটনা ৷

উদ্ধার হওয়া বোমা

By

Published : Aug 15, 2019, 6:56 PM IST

Updated : Aug 15, 2019, 8:47 PM IST

রায়গঞ্জ, 15 অগাস্ট: শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার বোমা ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকার ঘটনা ৷ যদিও শিক্ষকের দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করে বাড়িতে বোমা রাখা হয়৷

আজ সকালে স্থানীয় গোররা প্রাইমারি স্কুলের শিক্ষক মহম্মদ আব্বাসের বাড়ি থেকে চারটি বোমা উদ্ধার হয় ৷ শিক্ষক বাড়ির গ্যারাজ থেকে গাড়ি বের করার সময় চাকার নীচে একটি পিচবোর্ডের বাক্স দেখতে পান ৷ বাক্সটিকে গাড়ির নিচ থেকে বের করে দেখেন চারটি বোমা রাখা রয়েছে ৷

আরও পড়ুন: বিয়েবাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ রায়গঞ্জে

মহম্মদ আব্বাস বলেন, "একটি জমি নিয়ে বেশকিছু দিন ধরেই জমি মাফিয়াদের সঙ্গে আমার বিবাদ চলছে ৷ অনেক চেষ্টা করেও জমি মাফিয়ারা সেই জমি হাতাতে পারেনি ৷ সেজন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জমি মাফিয়ারা ৷ কয়েকদিন আগেই জমি মাফিয়ারা আমাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সে যাত্রায় বেঁচে যাই ৷"

ভিডিয়োয় শুনুন স্কুল শিক্ষকের বক্তব্য

খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ৷ বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত শিক্ষক ও তাঁর পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Aug 15, 2019, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details