রায়গঞ্জ,10 জুন: জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ । ঘটনাটি ইসলামপুর থানার মানিকপুর গ্রামে 31 নম্বর জাতীয় সড়কের ধারে। পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় ।
ইসলামপুরের জলাশয়ে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ - রায়গঞ্জ
পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
গতকাল বিকেলে ইসলামপুর থানার মানিকপুর গ্রামে 31 নম্বর জাতীয় সড়কের ধারে এলাকার বাসিন্দারা ঘাস কাটতে এসেছিল । আচমকাই জলাশয়ে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা সেখানে পৌঁছায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু হবে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে ।