রায়গঞ্জ, 18 অক্টোবর : দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতির । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার রাজগ্রাম এলাকায় ৷ নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন ঘোষ (32) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ । যদিও এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে জানান বিজেপির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রদীপ সরকার ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে 10টা নাগাদ কয়েকজন যুবক বাইকে চেপে মিঠুন ঘোষের বাড়ির সামনে আসে ৷ তাঁর নাম ধরে ডাকতেই বাইরে বেরিয়ে আসেন যুব মোর্চা নেতা ৷ সেই সময়ই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় মিঠুনবাবু মাটিতে লুটিয়ে পড়ে গেলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এরপর তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে । কে বা কারা এই কাজ করল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ।