পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"পিটিয়ে মেরেছে পুলিশ, CBI তদন্ত চাই", দাবি মৃত BJP কর্মীর মায়ের - BJP কর্মী অনুপ রায়

দাবিমতো মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে । কিন্তু পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছেন না রায়গঞ্জে মৃত BJP কর্মীর মা । তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

mother statement of late Anup Roy
পুলিশি হেফাজতে মৃত্যু BJP কর্মীর

By

Published : Sep 6, 2020, 6:48 AM IST

রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর : "আমার ছেলেকে এমন অমানবিকভাবে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ, এটা মানা যায় না । এর বিচার চাই । ছেলের মৃত্যুর ঘটনায় CBI তদন্ত চাই ।" এই দাবি করলেন পুলিশ হেপাজতে মৃত BJP কর্মী অনুপ রায়ের মা গীতা রায় । দোষীদের ফাঁসির দাবিও করেন তিনি ।

2 সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় ইটাহারের নন্দনগ্রামের বাসিন্দা BJP কর্মী অনুপ রায়ের । মৃত্যুর পর পরিবারকে না জানিয়ে রাতেই ময়নাতদন্ত হয় । এরপর পুলিশই তাঁর ছেলেকে খুন করেছে, এই অভিযোগ তুলে রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গীতা রায় । তাঁর অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ রায়গঞ্জ থানার ওই পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করে । গীতা রায়ের দাবি মতো তাঁর ছেলের মৃতদেহের দ্বিতীয় দফায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্তও করে পুলিশ । তবুও পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না তিনি । অভিযুক্ত পুলিশ অফিসারদের কঠিন শাস্তির পাশাপাশি CBI তদন্তেরও দাবি করেছেন তিনি ।

CBI তদন্ত চাইছেন মৃত BJP কর্মীর মা

এদিকে আদালতের পুনরায় ময়নাতদন্তের নির্দেশকে নৈতিক জয় হিসেবে দেখছে জেলা BJP নেতৃত্ব । রাজ্য থেকে জেলা BJP নেতৃত্বের অভিযোগ, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতেই রাতে পরিবারকে না জানিয়ে ময়নাতদন্ত করে । পরে মৃত যুবক অনুপ রায়ের মায়ের আবেদন আদালত মঞ্জুর করে । আদালত চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন, পুরো ময়নাতদন্ত ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দেন । সেই নির্দেশেই গতকাল সকাল থেকে ময়নাতদন্ত পক্রিয়া শুরু হয় ।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, একটা 100 টাকার বান্ডিলে 100টাই নোট থাকবে । 101টা থাকবে না । দ্বিতীয় ময়নাতদন্তে কী আসে যায় ।

ABOUT THE AUTHOR

...view details