পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে-দুয়ারে ঘুরছেন, মমতাকে আক্রমণ সায়ন্তনের - raiganj

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে 'দুয়ারে-দুয়ারে' ঘুরছেন কেউ যদি ডেকে একটু কথা বলেন। এতে রাজ্যের মান সম্মানের সর্বনাশ করছেন মুখ্যমন্ত্রী। "

sayantan basu
রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে-দুয়ারে ঘুরছেন: সায়ন্তন বসু

By

Published : Jul 28, 2021, 10:15 PM IST

রায়গঞ্জ, 28 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ৷ 2024 লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলিকে এক জোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে 'দুয়ারে-দুয়ারে' ঘুরছেন কেউ যদি ডেকে একটু কথা বলেন । এতে রাজ্যের মান সম্মানের সর্বনাশ করছেন মুখ্যমন্ত্রী। "

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত রাজনৈতিক টুরিজম না করে এমনি টুরিজম করা ৷ লালকেল্লা আর সব দিল্লিতে যা আছে দেখে ফিরে আসা ।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । বুধবার রায়গঞ্জের বোগ্রামে স্পিনিং মিলের সামনে চায়ে-পে-চর্চায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করেন তিনি ।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে-দুয়ারে ঘুরছেন: সায়ন্তন বসু

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের নম্বর বৃদ্ধির দাবি, চাকুলিয়ার স্কুলে ভাঙচুর ছাত্রছাত্রীদের

এই মুহূর্তে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি 2024 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য একজোট হচ্ছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এই উদ্যোগ নিচ্ছেন ৷ সেই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "দেশে বিরোধীদের কোনও অস্তিত্ব নেই ।" বিশেষ করে তৃণমূলের সংসদীয় কমিটির প্রধান মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে সায়ন্তনবাবু বলেন, "আমি যদি এখন মনে করি আমেরিকার রাষ্ট্রপতি হব, হতে পারব ? পারব না । সেরকমই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন । কেউ স্বপ্ন দেখতেই পারেন । " তবে দেশে বিজেপির অবস্থা আরও ভাল হবে বলে দাবি করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details