রায়গঞ্জ, 28 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ৷ 2024 লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলিকে এক জোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে 'দুয়ারে-দুয়ারে' ঘুরছেন কেউ যদি ডেকে একটু কথা বলেন । এতে রাজ্যের মান সম্মানের সর্বনাশ করছেন মুখ্যমন্ত্রী। "
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত রাজনৈতিক টুরিজম না করে এমনি টুরিজম করা ৷ লালকেল্লা আর সব দিল্লিতে যা আছে দেখে ফিরে আসা ।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । বুধবার রায়গঞ্জের বোগ্রামে স্পিনিং মিলের সামনে চায়ে-পে-চর্চায় যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করেন তিনি ।