পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে - অভিজিৎ সরকার

শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাবেন বলে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার । অভিযোগ, সদ্য বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর আচমকা হামলা চালায় ।

bjp tmc chaos in raiganj
রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By

Published : May 7, 2021, 5:47 PM IST

রায়গঞ্জ, 7 মে : এক তৃণমূল কর্মীকে মারধর করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে । ঘটনাটি রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের । গুরুতর আহত অভিজিৎ সরকার নামে ওই তৃণমূল কর্মীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা অসীম অধিকারীর পাল্টা অভিযোগ, তাঁর উপরেই আক্রমণ করে তৃণমূল কর্মীরা ।

ভোট গণনার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলা । শাসকদল ও বিজেপির অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তাল হয়ে উঠেছে জেলা । শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাবেন বলে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার । অভিযোগ, সদ্য বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর আচমকা হামলা চালায় । বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলবারের বাট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করেন । তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

স্থানীয় বাসিন্দা বিকাশ মল্লিক জানিয়েছেন, অভিজিৎ সরকার সকালে বাজার যাচ্ছিলেন, আচমকাই বিজেপি নেতা অসীম অধিকারীর দলবল তাঁর উপর হামলা চালায় । গন্ডগোলের আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন বেড়িয়ে আসতেই পালিয়ে যান অসীম অধিকারীসহ দুষ্কৃতীরা ।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত মল্লিক জানিয়েছেন, ভোটের আগের থেকেই স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা অসীম অধিকারী । আজ কলেজপাড়া বাজারের ফাঁকা জায়গায় একা পেয়ে তাঁর উপর আক্রমণ করে । আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি ।

আরও পড়ুন : নৈহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু,খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অপরদিকে বিজেপি নেতা অভিযুক্ত অসীম অধিকারী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা অভিযোগ করেন, তাঁর উপরেই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details