পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP করার 'অপরাধ', কানে কোপ মহিলার - tmc accused to attacked on bjp worker

BJP করার অপরাধে অস্ত্রের কোপে কান কাটা গেল এক মহিলার ৷ রায়গঞ্জের কর্ণজোড়ার ঘটনা ৷

জখম অঞ্জনা দাস

By

Published : Aug 22, 2019, 9:44 AM IST

Updated : Aug 22, 2019, 11:32 AM IST


রায়গঞ্জ, 22 অগাস্ট : BJP করার অপরাধে অস্ত্রের কোপে কান কাটা গেল এক মহিলার ৷ সেই সঙ্গে সোনার গয়না লুটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কর্ণজোড়ার ঘটনা ৷

মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী গালিগালাজ করে ৷ তার প্রতিবাদ করেন অঞ্জনা দাস ও তাঁর স্বামী সুকুমার দাস ৷ এর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে সুকুমারবাবুকে হেনস্থা করে ৷ তারা ধারালো অস্ত্র নিয়ে সুকুমারবাবুর উপর চড়াও হয় ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে অঞ্জনা দাস এগিয়ে এলে ধারালো অস্ত্রের কোপে তাঁর কান কেটে দেয় দুষ্কৃতীরা ৷ পাশাপাশি গলায় থাকা সোনার চেন ও কানের দুল ছিনতাই করে পালায় । গুরুতর জখম অবস্থায় অঞ্জনা দাসকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁর কানে ছয়টি সেলাই পড়ে ৷ গতকাল রাতে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি ৷

আরও পড়ুন: BJP-র মিছিলে যোগ দেওয়ায় টোটো চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল

অঞ্জনার স্বামী সুকুমার দাস বলেন, " যেহেতু BJP করি, তাই একাজ করেছে ৷ প্রায়ই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে ৷ মঙ্গলবারও করছিল । প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে ৷ আমাকে বাঁচাতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ৷" তাঁর দাবি, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

Last Updated : Aug 22, 2019, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details