রায়গঞ্জ, 17 জুন : কৃষকদের রাজ্য সরকার বঞ্চনা করছে । এই অভিযোগে রায়গঞ্জ ব্লক প্রশাসন অফিসে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলার BJPকর্মী-সমর্থকরা । কৃষকরাও এই বিক্ষোভে অংশ নেন । হালের গোরু, লাঙল ও কৃষি যন্ত্রাংশ নিয়ে BJP কর্মীদের সাথে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন ।
কৃষকদের বঞ্চনার অভিযোগে রায়গঞ্জ BDO অফিসে বিক্ষোভ BJP-র - রায়গঞ্জের খবর
কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত দুস্থ কৃষকদের কিষাণ সম্মান ভাতা দিচ্ছে । অথচ, মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের তালিকা কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছেন না । এইই অভিযোগ নিয়ে আজ রায়গঞ্জ BDO অফিসে গোরু, লাঙল ও কৃষি যন্ত্রাংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তর দিনাজপুর জেলার BJPকর্মী- সমর্থকরা ।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত দুস্থ কৃষকদের কিষান সম্মান ভাতা দিচ্ছে । প্রত্যেক কৃষক বছরে 6 হাজার টাকা করে কিষান সন্মান ভাতা পেয়ে থাকেন । যেখানে দেশের সব রাজ্যের কৃষক কেন্দ্র সরকারের এই কিষান সন্মান ভাতা পাচ্ছেন অথচ এরাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের তালিকা কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছেন না ।
BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি অভিযোগ করে বলেন, ''এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সাথে সংঘাত করে রাজ্যের কৃষকদের বঞ্চিত করছেন । কৃষকদের নামের তালিকা পাঠাতে হবে ।" তিনি আরও বলেন, "উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন ব্লকে কৃষকদের বীজ বিতরণ ও ফসল ক্রয়ের ক্ষেত্রে রাজ্যের শাসকদল দুর্নীতি করছে ।"