রায়গঞ্জ, 15 জুলাই : দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে ইতিমধ্যেই CBI তদন্তের দাবি তুলেছে BJP ৷ আজ এই দাবিতে রায়গঞ্জ থানা ঘেরাও করল তারা । জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েকশো BJP কর্মী সমর্থক । এদিকে আজই CBI তদন্তের দাবি তুলে কালিয়াগঞ্জে ব্যারিকেড ভাঙলেন BJP সমর্থকরা ।
আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেড করা হয়েছিল । কিন্তু, কালিয়াগঞ্জে সেই ব্যারিকেড ভেঙে দেন BJP কর্মী-সমর্থকরা ।
বিধায়কের মৃত্যুতে থানা ঘেরাও BJP-র
3 জুলাই দেহ উদ্ধার হয় হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের । বাড়ি থেকে দু'কিলোমিটার দূরে বালিয়ামোড় এলাকায় একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও BJP-র অভিযোগ, বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাকও দিয়েছিল তারা ।
বিশ্বজিৎ লাহিড়ি অভিযোগ করেন, "পুলিশ প্রয়াত বিধায়কের খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে । আমরা মানব না । আমাদের দাবি, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত CBI-এর হাতে তুলে দিতে হবে । এই দাবিতেই জেলার সবকটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে ।"