পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ায় ভোটে জিতে সন্ত্রাস চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - চোপড়া

যদিও স্থানীয় তৃণমূল নেতা ঘটনার কথা অস্বীকার করে জানান, তাঁরা শান্তি আর উন্নয়নের পক্ষে কাজ করেন। কোথাও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীরঞ্জন ঘোষ। ঘটনাস্থলে চোপড়া থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

bjp
বিজেপি কার্যালয় ভাঙচুর

By

Published : May 3, 2021, 2:30 PM IST

রায়গঞ্জ, 3 মে : নির্বাচনে জয়ী হয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চোপড়ার সোনারপুর, মাঝিয়ালি, চোপড়া বাজার এলাকায় রবিবার সন্ধ্যা থেকেই লুটপাট ভাঙচুর চালায় । ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে চোপড়ার বিজেপি কার্যালয়েও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে চোপড়া বিধানসভা এলাকায় ।

যদিও স্থানীয় তৃণমূল নেতা ঘটনার কথা অস্বীকার করে জানান, তাঁরা শান্তি আর উন্নয়নের পক্ষে কাজ করেন। কোথাও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীরঞ্জন ঘোষ। ঘটনাস্থলে চোপড়া থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দোকানপাট ভাঙচুর

আরও পড়ুন- রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ বিজেপি সমর্থক

চোপড়ায় চতুর্থ বারের জন্য় বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান । পরাজিত করেছেন বিজেপি প্রার্থী শাহিন আখতারকে । ভোটের দিনই সন্ধের সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর গুলি চালনার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এরপর ভোট গণনা শেষ হতেই জয়ের পর চোপড়া বিধানসভা এলাকায় দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মী-সমর্থক ছাড়াও কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়িও ভাঙচুর করা হয় বলেও এলাকাবাসীদের অনেকে জানিয়েছেন ৷

দোকানপাট ভাঙচুর

এক দোকানদার বলেন, "আমরা ব্যবসা করে খাই, আমরা কোনও রাজনৈতিক দলই করি না ৷ অথচ রবিবার ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় দোকানপাট বাড়িঘর ভাঙচুর করে দেয়। আমরা আতঙ্কিত ৷’’

এক মহিলা তৃণমূল কর্মী অভিযোগ করে বলেন, "আমরাও তো তৃণমূল করি ৷ আমাদের দোকানও ভাঙচুর করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।" মীনা সাহা নামে ওই মহিলা তৃণমূল কর্মী আরও বলেন, "আমি বিধায়ক হামিদুল রহমানের কাছে জবাব চাইব কেন এই ধরনের ঘটনা ঘটল।"

ABOUT THE AUTHOR

...view details