রায়গঞ্জ, 28 জুলাই: জেলার বাসিন্দাদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য আরও একটি উন্নত প্রযুক্তির RT-PCR যন্ত্র দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরী । নতুন যন্ত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধানকে একটি চিঠিও পাঠিয়েছেন ।
উত্তর দিনাজপুর জেলাজুড়ে দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । সরকারি হিসেব অনুযায়ী আক্রান্তদের সংখ্যা প্রায় হাজার হতে চলেছে। সম্প্রতি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে RT-PCR যন্ত্র বসানো হয়েছে। যে যন্ত্রের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার সব জায়গা থেকে আসা সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে ।