পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরের জন্য RT-PCR যন্ত্র দেওয়ার ইচ্ছেপ্রকাশ BJP সাংসদের - উত্তর দিনাজপুর

দেবশ্রী চৌধুরী বলেন, "জেলাবাসীর জন্য প্রয়োজন হলে আমি আরও একটি লালারস পরীক্ষা করার যন্ত্র দিতে ইচ্ছুক। ইতিমধ্যেই এই বিষয়ে একটি চিঠি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠিয়েছি।"

দেবশ্রী চৌধুরী
দেবশ্রী চৌধুরী

By

Published : Jul 29, 2020, 3:47 AM IST

রায়গঞ্জ, 28 জুলাই: জেলার বাসিন্দাদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য আরও একটি উন্নত প্রযুক্তির RT-PCR যন্ত্র দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরী । নতুন যন্ত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধানকে একটি চিঠিও পাঠিয়েছেন ।

উত্তর দিনাজপুর জেলাজুড়ে দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । সরকারি হিসেব অনুযায়ী আক্রান্তদের সংখ্যা প্রায় হাজার হতে চলেছে। সম্প্রতি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে RT-PCR যন্ত্র বসানো হয়েছে। যে যন্ত্রের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার সব জায়গা থেকে আসা সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে ।

জেলার বাসিন্দারা ইতিমধ্যেই পরীক্ষার গতি বাড়ানোর দাবি তুলেছে । তাঁদের দাবি, আরও বেশি পরীক্ষা করা হলে অবশ্যই আক্রান্তের সংখ্যা আরও বাড়বে । তবে বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যে যন্ত্রটি রয়েছে তা দিয়ে দিনে তিনশোটির বেশি পরীক্ষা করা যায় না । তাই আরও যদি নতুন যন্ত্র প্রয়োজন হয় তা দিতে ইচ্ছাপ্রকাশ করলেন দেবশ্রী চৌধুরি ।

আজ তিনি বলেন," জেলাবাসীর জন্য প্রয়োজন হলে আমি আরও একটি লালারস পরীক্ষা করার যন্ত্র দিতে ইচ্ছুক। কোরোনা পরিস্থিতিতে যা অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করছি । ইতিমধ্যেই এই বিষয়ে একটি চিঠি আমি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details