বালুরঘাট, 27 এপ্রিল: কল আছে, জল নেই। এমনই ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ এলাকার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপ দেওয়া হয়। অভিযোগ, এক বছরের বেশি সময়েরও আগে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি ট্যাপ পৌঁছলেও পৌঁছয়নি জল। যার জেরে চরম কষ্টে গ্রামবাসীরা ৷
খরার মরশুমে চরম জন কষ্টে গ্রামবাসীরা। বিশেষ করে বাড়িতে ট্যাপ থাকা সত্ত্বেও তাতে জল না পড়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। খবর পেয়ে বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁর দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান। এদিন বিজেপি রাজ্য সভাপতি তথা এলাকার সাংসদ গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেন। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এদিন অবশ্য, গোটা ঘটনার জন্য ঘুরিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপি সাংসদ ৷ সেই সঙ্গে, রাজ্য সরকার উন্নয়নের কাজে বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ বিজেপির ৷
এদিন বালুঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য সরকারের বাড়ি বাড়ি জল প্রকল্পে নিম্নমানের কাজ হয়েছে। বিষয়টি জনস্বাস্থ্য কারিগড়ি দফতরকে জানাব।" তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প থাকা সত্ত্বেও কেন মানুষ জল পাচ্ছে না, বিষয়টি কেন্দ্রকে তদন্ত করার জন্য বলা হবে।