পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, কাল 12 ঘণ্টার বনধ দলের - হেমতাবাদ

BJP MLA
দেবেন্দ্র নাথ রায়

By

Published : Jul 13, 2020, 8:53 AM IST

Updated : Jul 13, 2020, 11:18 AM IST

08:48 July 13

রায়গঞ্জ, 13 জুলাই : BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের(65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের। ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে।

BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, জমায়েত স্থানীয়দের

পরিবার সূত্রে জানা গেছে, বিধায়ক দেবেন্দ্র রায় রায়কে গতকাল গভীর রাতে কয়েকজন ডেকে নিয়ে যায় । এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । 

দেবেন্দ্রবাবুর আত্মীয় ক্ষীতিশ চন্দ্র রায় জানিয়েছেন, ‘‘গতরাতে কাকাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ।’’

Last Updated : Jul 13, 2020, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details