রায়গঞ্জ, 20 মে : প্রায় নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । এবার রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামের সহায় সম্বলহীন অশীতিপর দম্পতির পাশে দাঁড়ালেন তিনি । এদিন দুঃস্থ দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের হাতে তুলে দিলেন একজোড়া নতুন বস্ত্র ও ঘর ছাওয়ার পলিথিন ।
রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রাম কৃষ্ণ কল্যাণীর বিধানসভা কেন্দ্রে না হলেও সেখানে গিয়ে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক । দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের একমাত্র সন্তান বিশু রায় আজ সাত বছর হল নিখোঁজ । সেই থেকে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন দম্পতি । কোনওরকমে আধাবেলার ভাত জোটে ৷ লকডাউনে আরও অসহায় হয়ে পড়েছেন ওঁরা ৷ এই অবস্থার খবর পেয়ে বৃহস্পতিবার দম্পতির বাড়িতে ছুটে যান রায়গঞ্জের বিজেপি বিধায়ক । বৃদ্ধার হাতে তুলে দেন নতুন দু'জোড়া কাপড় ৷ ভাঙা ঘরের ছাউনির জন্য দেন পলিথিন ।