রায়গঞ্জ, 10 জুন: পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল ৷ শুক্রবার বিজেপি প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের কর্মসূচি পালন করেছে গেরুয়া শিবির ৷ তারপর তৃণমূল কংগ্রেসও প্রার্থীদের নাম না-দিয়ে দেওয়াল লিখন করছে ৷ শনিবার রায়গঞ্জ ব্লকের সোহারই মোড়ে দেওয়াল লিখন দিয়ে নির্বাচনী প্রচারের ডঙ্কা বাজালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী ৷ শুক্রবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-2 নং গ্রাম পঞ্চায়েতের 191 নম্বর বুথে দেওয়াল লিখন কর্মসূচি পালন করলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ৷
নাম প্রকাশ্যে না-আনার যুক্তি হিসেবে ঘাসফুলের নেতা বলেন, "মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই প্রার্থীর নাম জানানো হবে ৷ কারণ, কংগ্রেস-সিপিএম জোট, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না ৷ সেইজন্য আমরা প্রার্থীর নাম দিইনি ৷" বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট ৷ তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিল ৷ এবারে পঞ্চায়েত ভোট অবাধ শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা । কৃষ্ণ কল্যাণীর দাবি, উৎসবের বাতাবরণের মধ্যে এই ভোট হবে ৷
আরও পড়ুন: মনোনয়নের প্রথম দিনই গুলিতে খুন কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে