পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জের জন্য মাস্টার প্ল্যান তৈরি করবেন কৃষ্ণ কল্যানী - রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়ন

শহরের গুঞ্জন অনুযায়ী তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন নাকি ৷ এই প্রশ্নের উত্তরে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, দিনে দিনে রায়গঞ্জে আমার জনপ্রিয়তা উর্ধ্বমুখী হচ্ছে তা দেখে অনেকেই এসব মিথ্যা গুজন ছড়াচ্ছে ।

কৃষ্ণ কল্যানী
কৃষ্ণ কল্যানী

By

Published : May 11, 2021, 11:01 PM IST

রায়গঞ্জ, 11 মে : বিধায়কের শপথ নিয়ে এলাকায় ফিরেই মানুষের সার্বিক উন্নয়নের ভাবনা চিন্তা শুরু করে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী ।

মঙ্গলবার রায়গঞ্জ শহরে নিজের দলীয় কার্যালয়ে কার্যকর্তাদের সাথে বসে করোনা সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করেন বিধায়ক ৷ রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী জানালেন খুব শীঘ্রই রায়গঞ্জ বিধানসভা এলাকায় চার-পাঁচটি ক্যাম্প করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হবে । এর পাশাপাশি সামনেই রয়েছে খুশির ঈদ । ঈদ উপলক্ষে কিছু বস্ত্র বিতরণের উদ্যোগ নেবেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী । আগামীতে রায়গঞ্জ শহরের সার্বিক উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করবেন বলে জানালেন তিনি ।

কী বললেন কৃষ্ণ কল্যানী

আরও পড়ুন : নিশীথ, জগন্নাথ সংসদেই, শিলমোহর দিলীপের

শহরের গুঞ্জন অনুযায়ী তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন নাকি ৷ এই প্রশ্নের উত্তরে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, দিনে দিনে রায়গঞ্জে আমার জনপ্রিয়তা উর্ধ্বমুখী হচ্ছে তা দেখে অনেকেই এসব মিথ্যা গুজন ছড়াচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details