রায়গঞ্জ, 21জুলাই : হেমতাবাদেরBJPবিধায়কের রহস্যমৃত্যু এবং চোপড়ায়কিশোরীর মৃত্যু । এই দুই মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতেসোমবার থেকে তিনদিন ব্যাপী ধরনা শুরু করল উত্তর দিনাজপুর জেলাBJPসংগঠন ।
রায়গঞ্জশহরেরBJP-রজেলা কার্যালয়ের সামনে মহাত্মা গান্ধি রোডে এই ধরনা চলছে । উপস্থিত রয়েছেনBJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি,জেলা সম্পাদক নিমাই কবিরাজ,রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতিঅভিজিৎ যোশীসহ জেলারBJPশীর্ষনেতৃত্বরা ।