রায়গঞ্জ, 9 জানুয়ারি : দিন চারেক আগে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ । তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শুক্রবার রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতা কর্মীরা । পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ।
আরও পড়ুন : মূল্য়বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে বসিরহাট থানা ঘেরাও কংগ্রেসের
জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে কয়েকজন বিজেপি কর্মীরা গৃহ সম্পর্ক অভিযানে যায় । সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখায় । বিজেপির কার্যকর্তা ও মহিলা মোর্চার নেত্রীদের হেনস্থা করে । তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল এই অভিযানে নামে উত্তর দিনাজপুরের বিজেপি সংগঠন ।
বিজেপির থানা ঘেরাও অভিযান । দেখুন ভিডিয়ো... আরও পড়ুন : বিক্ষোভ কর্মসূচির আগেই আটক মহিলা মোর্চার জেলা সভানেত্রী, প্রতিবাদে থানা ঘেরাও পুরুলিয়ায়
রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডের দলীয় জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয় । শেষ হয় রায়গঞ্জ থানার সামনে । বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ দেখায় । দোষীদের গ্রেপ্তার না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ।
থানা ঘেরাও অভিযানের সম্পর্কে অভিজিৎ রায় বলেন, "রায়গঞ্জ বিজেপির কার্যকর্তা ও মহিলা মোর্চার নেত্রীদের হেনস্থা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । রায়গঞ্জ শহরের পৌরসভার 22 নম্বর ওয়ার্ড সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে গেছে । অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি । এর পরেও যদি পুলিশ কোনও পদক্ষেপ না করে তাহলে আর থানায় আসব না । পুলিশের সঙ্গে আমাদের মাঠে ময়দানে দেখা হবে ।"