পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 22, 2020, 3:49 PM IST

ETV Bharat / state

বিজেপি নেতার 'নিজস্ব' কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

"ওই কার্যালয় আমার ব্যক্তিগত সম্পত্তি । তৃণমূল ছাত্র-যুবরা ভাড়া নিয়েছিল । কিন্তু তৃণমূল জোর করে সেই পার্টি অফিস দখল করেছে ।" অভিযোগ সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদারের ৷

বিজেপি
বিজেপি

বালুরঘাট, 22 ডিসেম্বর : মেদিনীপুরে অমিতের সভায় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বালুরঘাট তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার ৷ এরপরই তৃণমূলের বিরুদ্ধে কার্যালয় দখলের অভিযোগ তুললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ওই নেতা ৷ দেবাশিস মজুমদারের অভিযোগ তাঁর দখলে থাকা বালুরঘাট আন্দোলন সেতু এলাকার দলীয় কার্যালয় দখল করেছে বালুরঘাট টাউন তৃণমূল কমিটি । সোমবার সন্ধেয় ওই কার্যালয় দখল নেই তৃণমূলকর্মীরা । বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি শ্যামল লাহা, জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা প্রবীর রায়-সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীদের নেতৃত্বে ওই অফিস দখল করে তৃণমূল । তালা ভেঙে কার্যালয়ের দখল নেয় তৃণমূল । এমনটাই অভিযোগ দেবাশিস মজুমদার ৷

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

ওই সন্ধেয় কার্যালয়ে নতুন করে তৃণমূলের ফ্লাগ লাগানো হয় । যদিও, তৃণমূলের দাবি, ওই দলীয় কার্যালয় তৃণমূলের ছিল । তাই তৃণমূলই কার্যালয়টি ফের নিজেদের দখলে নিয়েছে । অপরদিকে, দেবাশিস মজুমদারের পালটা দাবি, "ওই কার্যালয় তাঁর ব্যক্তিগত সম্পত্তি । তৃণমূল ছাত্র-যুবরা ভাড়া নিয়েছিল । তৃণমূল জোর করে তাঁর পার্টি অফিস দখল করেছে ।"

আরও পড়ুন : পালটা আক্রমণ করে BJP কার্যালয় দখল করা হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতার

প্রসঙ্গত, অর্পিতা ঘোষ জেলা সভাপতি পদে থাকাকালীন, দেবাশিস তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন । তবে, গৌতম দাস জেলা সভাপতি হওয়ার পরই দেবাশিসকে দল থেকে বহিষ্কার করা হয় । তৃণমূলের একাংশের অভিযোগ, শুভেন্দু অধিকারীর দল বদলের আগে 'দাদার অনুগামী' নামে যে পোস্টারগুলো পড়েছিল, তার পেছনে হাত রয়েছে দেবাশিসের ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details