বালুরঘাট, 22 ডিসেম্বর : মেদিনীপুরে অমিতের সভায় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বালুরঘাট তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার ৷ এরপরই তৃণমূলের বিরুদ্ধে কার্যালয় দখলের অভিযোগ তুললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ওই নেতা ৷ দেবাশিস মজুমদারের অভিযোগ তাঁর দখলে থাকা বালুরঘাট আন্দোলন সেতু এলাকার দলীয় কার্যালয় দখল করেছে বালুরঘাট টাউন তৃণমূল কমিটি । সোমবার সন্ধেয় ওই কার্যালয় দখল নেই তৃণমূলকর্মীরা । বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি শ্যামল লাহা, জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা প্রবীর রায়-সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীদের নেতৃত্বে ওই অফিস দখল করে তৃণমূল । তালা ভেঙে কার্যালয়ের দখল নেয় তৃণমূল । এমনটাই অভিযোগ দেবাশিস মজুমদার ৷
আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি