রায়গঞ্জ, 19 জুন : লাদাখে চিনা সেনার আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে চিনবিরোধী প্রতিবাদ শুরু হয়েছে । কোথাও পোড়ানো হচ্ছে চিনা সামগ্রী, কোথাও আবার চিনা পণ্য বয়কটের দাবিতে হচ্ছে মিছিল । তবে অভিনব উপায়ে প্রতিবাদ দেখাল রায়গঞ্জ জেলা BJP নেতৃত্ব । তারা শ্রাদ্ধানুষ্ঠান করল চিনা প্রেসিডেন্টের ।
রায়গঞ্জে মন্ত্রপাঠ করে, মাথা মুড়িয়ে চিনা প্রেসিডেন্টের শ্রাদ্ধানুষ্ঠান - Raiganj BJP workers protest against china
কয়েকদিন আগে চিনা প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেছিলেন BJP-র কর্মী-সমর্থকরা । এরপর করা হল শ্রাদ্ধানুষ্ঠান । মাথা মুড়িয়ে, মন্ত্রোচারণ করে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় ।
রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয় । পুরোহিতকে দিয়ে মন্ত্রপাঠ করিয়ে, নাপিতকে ডেকে মাথা মুড়িয়ে প্রথা মেনে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় । যা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই । শ্রাদ্ধানুষ্ঠানের পর চিনা মোবাইলও পুড়িয়ে দেন স্থানীয় BJP কর্মী-সমর্থকরা ।
এই বিষয়ে BJP-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “চিনের নারকীয় হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ করছি। ভারতীয় জওয়ানদের উপর তারা যেভাবে আক্রমণ চালিয়েছে তা পুরোপুরি ষড়যন্ত্রমূলক। চিনের এই ধরনের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আমরা সরব হয়েছি । আজ আমরা চিনের প্রেসিডেন্টের শ্রাদ্ধ অনুষ্ঠান করলাম। চিনের তৈরি সামগ্রী বর্জন করার ডাক দিয়েছি। আমরা চিনের তৈরি মোবাইল ফোন ভেঙে জ্বালিয়ে দিয়েছি।”