রায়গঞ্জ, 5 মে: ভোট গণনার পরবর্তী জেলায় হিংসা আর সন্ত্রাসের প্রতিবাদে মুখর বিজেপি উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি । বুধবার বিকেলে রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দফতরে জেলাশাসক অরবিন্দ কুমার মিনার কাছে জেলায় তৃণমূলের সন্ত্রাস বন্ধ ও শান্তি ফেরানোর দাবিতে স্মারকলিপি তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল । অবিলম্বে জেলায় ভোট ও গণনা পরবর্তী অশান্তি বন্ধের দাবি তোলে বিজেপি ।
ভোট গণনার পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার প্রতিটি বিধানসভা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ করেছে বিজেপি । চোপড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বহু বিজেপি কর্মী-সমর্থকের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে । বিজেপি কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে । বাদ যায়নি করণদিঘি, ইটাহার ও রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকাও । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে অশান্ত হয়ে উঠেছে গোটা জেলা ।