পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ - চোপড়া গণধর্ষণ

চোপড়ায় BJP-র প্রতিনিধি দলের পথ আটকাল পুলিশ ৷ ক্ষোভপ্রকাশ করেন সাংসদ সুকান্ত মজুমদার সহ প্রতিনিধি দলের সদস্যরা ৷

BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ
BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

By

Published : Jul 20, 2020, 1:22 PM IST

Updated : Jul 20, 2020, 2:49 PM IST

চোপড়া, 20 জুলাই : আজ চোপড়ায় যায় BJP-র প্রতিনিধি দল ৷ কিন্তু পুলিশ তাঁদের পথ আটকায় ৷ সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, "লোকসভা নির্বাচনে রাজবংশী সম্প্রদায় BJP-কে সমর্থন করেছে ৷ এখন তৃণমূল প্রতিশোধ নিতে চাইছে ৷"

চোপড়ায় মৃত ছাত্রীর দেহ নিয়ে মিছিল করে তাঁর বাড়ি যাওয়ার আগেই BJP প্রতিনিধিদলের পথ আটকানো হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, এভাবে মিছিল করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই BJP-কে মিছিল করতে বাধা দেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷

বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "অপদার্থ পুলিশ প্রশাসন সুরক্ষার ব্যবস্থা নিতে পারবে না বলে আমাদের যেতে না করেছে । সেই কারণে আমরা ইসলামপুরের দলীয় কার্যালয়ে অবস্থান করব । তবে আমরা পুলিশকে বলে দিয়েছি যদি কোনওভাবে তৃণমূল নেতৃত্ব ওই এলাকায় ঢোকে আমরাও তখন ওখানে যাব ।"

চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

তিনি আরও বলেন, ঘটনার 24 ঘণ্টা পর অভিযুক্তের মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে ৷ তাঁর প্রশ্ন, এতক্ষণ পুলিশ কী করছিল ? বলেন, "পুরোটাই নবান্ন থেকে নির্দেশ আসছে ৷ পুলিশ সেই নির্দেশ মতো কাজ করে যাচ্ছে ৷ অভিযুক্তকে না ধরতে পারলে ওখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষ ক্ষেপে যাচ্ছে ৷ বিষয়টি বুঝতে পেরে অবশেষে এই ঘটনা ঘটানো হচ্ছে ৷"

Last Updated : Jul 20, 2020, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details