রায়গঞ্জ, 20 সেপ্টেম্বর: দাড়িভিট কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে CBI তদন্ত শুরু না হওয়ার বিরুদ্ধে রাজ্য সরকারকে আক্রমণ করলেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । বলেন, “মমত্বহীন মমতা সরকারের কাছে আর কী আশা করব ? আমরা CBI তদন্ত চেয়েও আজ পর্যন্ত তা পাওয়া যায়নি । আমরা ক্ষমতায় আসার পর দোষীদের শাস্তি দেবই ।”
দাড়িভিটের দ্বিতীয় বর্ষপূর্তিতে CBI তদন্ত নিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ BJP-র - undefined
দাড়িভিট কাণ্ডের দুই বছর বর্ষ পূর্তির দিন রাজ্য সরকারকে আক্রমণ করলেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । ঘটনায় CBI তদন্ত চেয়ে আজ পর্যন্ত পাওয়া যায়নি বলে মন্তব্য তাঁর । CID কোনও তদন্ত করেনি বলে অভিযোগ করেন তিনি ।
2018 সালের 20 সেপ্টেম্বর দাড়িভিট স্কুল এলাকায় ছাত্র পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে । সে-সময় ছাত্রদের দাবি ছিল স্কুলের উর্দু শিক্ষকের পরিবর্তে বাংলা শিক্ষক প্রয়োজন । উর্দু শিক্ষক নিয়োগ না করে বাংলা শিক্ষক নিয়োগ করতে হবে । ঘটনার পর সেখানে পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের খণ্ডযুদ্ধ বেধে যায় । এরপরই দুই ছাত্রের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল স্কুলের মাঠ থেকে । ঘটনা CBI তদন্ত চেয়ে রাজ্যজুড়ে পথে নেমেছিল BJP । লোকসভা ভোটের বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে এই দাড়িভিট কাণ্ড কাজে লেগেছিল বলেই দাবি করেছে রাজনৈতিক মহল । যদিও পর্যন্ত রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার হাতে তুলে দিয়েছিল CID-এর কাছে। তবে ঘটনার সত্যতা বিচারের জন্য এখনও পর্যন্ত CID কোনও পদক্ষেপ নেয়নি বলেই বারবার অভিযোগ করেছে BJP । অভিযোগ, CBI তদন্তের দাবি জানালেও তা মানা হয়নি । CID -এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয় । কিন্তু এখনও পর্যন্ত CID কোনও রকমের তদন্ত করেনি । রাজ্য সরকারের কাছে বারবার বলা সত্ত্বেও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না । আজ দাড়িভিট কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়গঞ্জের BJP-র দলীয় কার্যালয়ে রাজেশ-তাপসকে স্মরণ করেন BJP কর্মীরা । এই ঘটনায় CBI তদন্ত চেয়ে রীতিমতো রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন BJP জেলা সভাপতি ।
এই বিষয়ে বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "আগামীতে রাজ্যে আমাদের দলের সরকার হবে। তখন দোষীদের শাস্তির ব্যবস্থা আমরা করব । তবে বর্তমানে রাজ্য সরকারের একদমই CBI তদন্ত দেওয়ার ইচ্ছা নেই । আমরা বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছি । কিন্তু রাজ্য সরকার বারবার তার বিরোধিতা করছে । তবে CBI তদন্তের দাবি আমাদের থাকবেই ।"