পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমকলের সাহায্যে স্যানিটাইজ়িংয়ে প্রচার তৃণমূলের, অভিযোগ BJP-র - sanitizing process to prevent corona

চলতি মাসের 12 তারিখ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি করণদিঘি বিধানসভার এলাকার বিভিন্ন জায়গায় দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে স্যানিটাইজ়িং করেছেন । আর তা নিয়ে শুরু হয়েছে জেলায় বিতর্ক। জেলা BJP-র পক্ষ থেকে জেলা শাসকের কাছে তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

aa
স্যানিটাইজ়িংয়ের কাজে

By

Published : Apr 14, 2020, 4:22 PM IST

রায়গঞ্জ, 14 এপ্রিল : দমকলকর্মীদের সঙ্গে নিয়ে স্যানিটাইজ়েশনের কাজ করতে যাওয়ায় বিতর্কের মুখে পড়লেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এই বিষয়ে দলের পক্ষ থেকে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী । 12 তারিখে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল করণদিঘি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে স্যানিটাইজ়েশনের তদারকি করেছেন।

বিশ্বজিৎবাবু বলেন, "তৃণমূল কংগ্রেস আইনকে মান্যতা দেওয়ার কোনও দিন চেষ্টা করেনি । শুধু গা-জোয়ারি করে চলেছে । রাজনীতি করছে । করণদিঘিতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দমকলবাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকাগুলিতে স্যানিটাইজ় করেছেন । কোরোনা সংক্রমণকে দূর করার জন্য দমকলকে দলীয় কাজে ব্যবহার করছেন । শুধু দমকলবাহিনীকে না, রেশন ব্যবস্থা ও সরকারি ব্যবস্থাকেও হাতে তুলে নিয়ে নিজের দলের প্রচার করছেন । এই দলীয় প্রচারের জন্য তাঁদের ধিক্কার জানাচ্ছি ও নিন্দা প্রকাশ করছি ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "এই বিষয়ে জেলা শাসককে জানানো হয়েছে কীভাবে দমকলবাহিনীকে নিজের দলীয় প্রচারে ব্যবহার করছেন ওই নেতা । আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি ।" দমকলবাহিনীর সহযোগিতা নিয়ে করণদিঘি ব্লকের সর্বত্র স্যানিটাইজ়েশন করে উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেস ।

জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে যুব কর্মীরা এবং ডালখোলা দমকল বাহিনীর কর্মীরা করণদিঘি ব্লকের দোকান বাজার, BDO অফিস-সহ সমস্ত অফিস, ব্যাঙ্কগুলি স্যানিটাইজ়িং করে । সম্পূর্ণ থানাকেও স্যানিটাইজ়িং করেন যুব তৃণমূল কর্মীরা । দমকলের ইঞ্জিন দিয়ে স্যানিটাইজ়িং করা হয় গোটা করণদিঘি ব্লক সদর এলাকা টুঙিদিঘি, রসাখোয়া এলাকার হাট বাজার ও দোকানগুলিতেও । তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি গৌতম পাল ।

ABOUT THE AUTHOR

...view details