পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP vs TMC in Dinajpur: ইসলামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, অভিযুক্ত বিজেপি - তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কাঠগড়ায় বিজেপি ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

BJP vs TMC in Dinajpur
BJP vs TMC in Dinajpur

By

Published : Jul 17, 2023, 5:53 PM IST

Updated : Jul 17, 2023, 8:32 PM IST

ইসলামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

রায়গঞ্জ, 17 জুলাই: এক তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে স্থানীয় তৃণমূল কর্মী বিমল দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বিমল দাস জানিয়েছেন, তাঁরা সপরিবারে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন । সেই সুযোগে কেউ বা কারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় । বিমলের ভাইপো চন্দন দাসের অভিযোগ, পরিকল্পনামাফিক বিজেপির লোকেরা এই ঘটনা ঘটিয়েছে । বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চলছিল আগুন লাগিয়ে দেওয়ার । সেই পরিকল্পনার কথা আগেই জানতে পারেন বলে দাবি করেন চন্দন । তাঁর আরও অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার কাঁচ ভেঙে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে । বিজেপির দুই কর্মী এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ তাঁর ।

আরও পড়ুন:চিকিৎসক তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন এবং ইসলামপুর থানার পুলিশ । স্থানীয় লোকজন ও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন-সহ অন্যান্য নেতারা । জাকির হোসেন বলেন, এই এলাকায় তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে । এই ঘটনায় যাঁরা জড়িত আছেন, তাঁদের খুব শীঘ্রই পুলিশ ধরে ফেলবে বলে আশাবাদী তিনি ।

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব । বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, "গোটা রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল । ইসলামপুরে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । তৃণমূলের বিধায়কই তাঁদের ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন । তৃণমূলের আনা সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ । ইসলামপুর জুড়ে বিজেপি কর্মীদের নানাভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর কারণেই এই অভিযোগ করা হচ্ছে ।"

Last Updated : Jul 17, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details