পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাহপুরে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী - road accident in raiganj

পঞ্চায়েত অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকুলিয়া-সাহাপুর রাজ্য সড়কে একটি লরি সজোরে ধাক্কা মারে মোটর বাইকটিকে । সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মহম্মদ রফিকের ।

accident
accident

By

Published : Feb 12, 2021, 4:10 PM IST

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি : পঞ্চায়েত অফিস থেকে কাজ সেরে ফেরার পথে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু মোটরবাইক চালকের । ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর গোয়ালপোখর থানার সাহাপুর 1 এলাকায় । মৃতের নাম মহম্মদ রফিক আলম (25) ।

গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামের বাসিন্দা মহম্মদ রফিক আলম মোটবাইক চালিয়ে সাহাপুর 1 গ্রামপঞ্চায়েতে কাজে গিয়েছিলেন । পঞ্চায়েত অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকুলিয়া-সাহাপুর রাজ্য সড়কে একটি লরি সজোরে ধাক্কা মারে মোটর বাইকটিকে । সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মহম্মদ রফিকের । ঘাতক গাড়িটিকে আটক করা গেলেও চালক-সহ বাকিরা পলাতক । উত্তেজিত স্থানীয় বাসিন্দারা এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ।

আরও পড়ুন : কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, এগরায় মৃত্য়ু বাইক আরোহীর

ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details