পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে প্রচার করণদিঘির তৃণমূল প্রার্থীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

গরুর গাড়িতে চেপে প্রচার করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন করণদিঘির তৃণমূল প্রার্থী ৷ গাড়ির তেলের খরচ বহন করতে না পারায় গরুর গাড়িতে করে প্রচার এবং সেইসঙ্গে প্রতিবাদ বলে জানান তৃণমূল প্রার্থী গৌতম পাল ৷

bengal election 2021 Trinamool candidate of Karandighi gautam pal campaigning in bullock carts in protest of increase in prices of Fuel
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়িতে প্রচার করণদিঘির তৃণমূল প্রার্থীর

By

Published : Mar 29, 2021, 1:27 PM IST

উত্তর দিনাজপুর, 29 মার্চ : পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি করে অভিনব প্রচার করলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ৷ সাধারণ মানুষ থেকে কৃষক, মধ্যবিত্ত থেকে গাড়ির চালক, পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম সমস্যায় পড়েছে সবাই। তাই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে প্রচার গৌতম পালের।


পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বাড়ছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল সাধারণ মানুষ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশছোঁয়া ৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে কৃষিতেও ৷ পেট্রোপণ্যের এই দামের প্রভাব পড়েছে বিধানসভা ভোটেও ৷ তেলের খরচের কারণে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা গাড়ির ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন ৷ এদিন তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল তাঁর নির্বাচনী প্রচার সারলেন গরুর গাড়িতে চড়ে। এদিন করণদিঘি বিধানসভার দোমোহনা হয়ে ভুলকি, গোপালপুর, মাদারিগছ সহ বিস্তীর্ণ এলাকায় গরুর গাড়িতে করেই প্রচার করলেন তিনি।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়িতে প্রচার করণদিঘির তৃণমূল প্রার্থীর

আরও পড়ুন : দোলের রংয়ে জনসংযোগ চন্দ্রকোণার তৃণমূল প্রার্থীর

গৌতমবাবু বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকারের নীতির কারণেই অস্বাভাবিক হারে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ফলে আমরা জ্বালানি তেল কিনতে না পেরে প্রচারের জন্য গাড়ি ব্যবহার করতে পারছি না । তাই বাধ্য হয়ে দলের কর্মী-সমর্থকদের নিয়ে গরুর গাড়িতে চেপেই প্রচার করছি ।’’ গৌতম পালের এই অভিনব প্রচারে ব্যাপক সাড়াও পাওয়া গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details