রায়গঞ্জ(উত্তর দিনাজপুর) , 21 মার্চ : সকাল বেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে হাটতে যাওয়া দীর্ঘদিনের অভ্যাস কানাইয়ালাল আগরওয়ালের ৷ সেই অভ্যেসকেই এবার জনসংযোগের কাজে হাতিয়ার করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । সকাল সকাল কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ সাড়লেন তিনি ৷
নির্বাচনী জনসংযোগে প্রাতঃভ্রমণে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
দীর্ঘদিনের প্রাতঃভ্রমণের অভ্যাসকেই জনসংযোগে ব্যবহার করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ৷ আজ সকালে রায়গঞ্জ শহরে দলের কর্মীদের নিয়ে হাঁটতে বের হন তিনি। পথে মন্দিরে প্রণাম করে রাস্তার পাশে এক চায়ের দোকানে আড্ডা দেন ৷ সেখানে আসা লোকজনের সঙ্গেও কথা বলেন তৃণমূল প্রার্থী ৷
আরও পড়ুন : প্রতিপক্ষ খেলোয়াড়কে বাচ্চি বলে কটাক্ষ অগ্নিমিত্রার
আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছে কানাইয়ালাল আগরওয়াল ৷ তাই ভোটপ্রচারে কোনও খামতি রাখতে চান না তিনি ৷ দীর্ঘদিনের প্রাতঃভ্রমণের অভ্যাসকেই তাই জনসংযোগ তথা প্রচারের কাজে ব্যবহার করলেন তিনি ৷ আজ সকালে রায়গঞ্জ শহরে দলের কর্মীদের নিয়ে হাঁটতে বের হন তিনি। পথে মন্দিরে প্রণাম করে রাস্তার পাশে এক চায়ের দোকানে আড্ডা দেন ৷ সেখানে আসা লোকজনের সঙ্গেও কথা বলেন কানাইয়ালাল আগরওয়াল ৷ বাজার করতে আসা লোকজনদের সঙ্গেও কথা বলেন ৷ প্রাতঃভ্রমণে আসা বৃদ্ধ থেকে মাঝ বয়সী এমনকি অল্প বয়সীদের সঙ্গেও এদিন কথা বলেন তৃণমূলের রায়গঞ্জের প্রার্থী ৷ এইভাবেই আজ সকাল থেকে প্রচারের কাজ শুরু করেছেন কানাইয়ালল আগরওয়াল ।