রায়গঞ্জ, 1 এপ্রিল : দল বিরোধী একাধিক কার্যকলাপ , দীর্ঘদিন ধরে দলে নিস্ক্রিয় থাকা এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে দল থেকে বহিষ্কৃত হলেন রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী ৷ গতকাল রায়গঞ্জের তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "এই জেলার দলীয় পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী ৷ ওনার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী বিজেপির সঙ্গে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ইদানিং তিনি তৃণমূল কংগ্রেসের কোনও মিটিং মিছিল বা কর্মসূচিতে আসছিলেন না। তাঁকে বহুবার সতর্ক করা হয়েছিল এবং নোটিশও দেওয়া হয়েছিল ৷ কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আদেশ অমান্য করে দল বিরোধী কাজ করে চলেছিলেন। 27 মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি নিজে 31 মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন। সেইমতো আমরা বুধবার 31 মার্চ পর্যন্ত দেখলাম তিনি দলের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। তাই জেলা কমিটি বৈঠক করে তাঁকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।"