পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের ডিউটি করেননি, দুই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুপারিশ জেলা নির্বাচন দফতরের

ভোটের দায়িত্ব দেওয়া সত্বেও কেন তাঁরা সেই দায়িত্ব পালন করলেন না, তা জানতে জেলা নির্বাচন দফতর তাঁদের শোকজ করেছিল । অভিযুক্ত অধ্যাপক এবং সরকারি কর্মীদের শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়া গত 12 এপ্রিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্বাচন দফতর ।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

By

Published : Apr 27, 2021, 3:13 PM IST

রায়গঞ্জ, 27 এপ্রিল :রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে উচ্চশিক্ষা দফতরের কাছে সুপারিশ করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক । অভিযাগ, তাঁরা রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেননি ৷ সুপারিশের অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক । বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

বিধানসভা ভোটে দায়িত্ব দেওয়া সত্বেও সেই দায়িত্ব পালন করেননি বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সহ বেশ কয়েকজন শিক্ষক এবং সরকারি কর্মী । ভোটের দায়িত্ব দেওয়া সত্বেও কেন তাঁরা সেই দায়িত্ব পালন করলেন না, তা জানতে জেলা নির্বাচন দফতর তাঁদের শোকজ করেছিল । অভিযুক্ত অধ্যাপক এবং সরকারি কর্মীদের শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়া গত 12 এপ্রিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্বাচন দফতর । এবার অভিযুক্ত দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে উচ্চ শিক্ষাদপ্তরের কাছে সুপারিশ করল জেলা নির্বাচন দফতর । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত দুই অধ্যাপক হলেন সিদ্দিক আলম বেগ এবং রাজীব মণ্ডল ।

সাক্ষাৎকারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার বলেন, "নির্বাচন আধিকারিকের চিঠি হাতে পেয়েছি । নির্বাচন দফতর উচ্চশিক্ষা দফতরের কাছে দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে । উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী আইন মেনে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।’’

অভিযুক্ত অধ্যাপক সিদ্দিক আলম বেগ জানিয়েছেন, তিনি ভোটের কাজে যেতে অরাজি ছিলেন না । কিন্তু তাঁর পদমর্যদাকে অবহেলা করা হয়েছে । নির্বাচন দফতরে লিখিতভাবে জানানো হয়েছিল । কিন্তু জেলা নির্বাচন আধিকারিক একগুঁয়োমি মনোভাবের কারণে তাঁদের আদালতে যেতে হয়েছে । আদালতে এই মামলাটি বিচারাধীন । জেলা নির্বাচন দফতর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করছে । উচ্চশিক্ষা দফতর তাঁদের দাবির বিষয়ে ওয়াকিবহাল ছিল। তারপরও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হলে আইনের মাধ্যমেই তার মোকাবিলা করা হবে ৷

আরও পড়ুন :তৃণমূলকে আক্রমণ হরিরামপুরের বিজেপি প্রার্থীর

ABOUT THE AUTHOR

...view details