রায়গঞ্জ, ৪ এপ্রিল : কয়লা পাচারের টাকা হরিশ চ্য়াটার্জি স্ট্রিটেও যায় ৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের ছেলে-ভাইপোদের কাছেও ওই টাকা যায় ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ হেমতাবাদে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তাঁর ৷
আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের
আজ সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি অভিযোগ করেন কয়লা, বালি ও গোরু পাচারের 900 কোটি টাকা ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে গেছে ৷ তাঁর আরও অভিযোগ, অভিষেককে কেন্দ্র করে আরও কথোপকথন সামনে এসেছে ৷ যেখানে প্রমাণ পাওয়া যায়, ওই টাকা বিনয় মিশ্র ভাইপোর কাছে পৌঁছে দিত ৷
শুভেন্দুর ওই বক্তব্য়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সূর্যকান্ত মিশ্রের কাছে ৷ সেসময় তিনি বলেন গরু পাচারের টাকা হরিশ চ্য়াটার্জি স্ট্রিটেও গেছে ৷ সূর্যকান্ত মিশ্র এও বলেন, আজ যিনি এই অভিযোগ করছেন তিনি ভালো করেই জানেন টাকা কোথায় কোথায় যায়। নাম মুখে আনতে অনিচ্ছুক সূর্যবাবুর ইঙ্গিত শুভেন্দু অধিকারী নিজেকে এই দুর্নীতির হাত থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।